বুধবারই জানা গেছিল, বেলেঘাটা থানার ওসি ও তাঁর পরিবারের ৬ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টা না পেরোতেই ফের দুঃসংবাদ। এবার করোনার থাবা বেলেঘাটা আইডি হাসপাতালের কর্মী আবাসনে! আবাসনের সাত জন বাসিন্দার শরীরে নোভেল করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে বলে জানা গেছে। বুধবার রাতে রিপোর্ট আসার পরেই ওই সাত জনকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রের খবর, ওই সাত জনকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে, সকলেরই শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। যদিও এ বিষয়ে স্বাস্থ্য ভবন এখনও কিছু জানায়নি।
গতকালই জানা যায়, সম্প্রতি বেলেঘাটা থানার ওই পুলিশ আধিকারিকের স্ত্রী একটি অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার পরেই তাঁর করোনা উপসর্গ দেখা দেয় এবং করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তার কয়েক দিন পরে ওই পুলিশ আধিকারিক ও তাঁর পরিবারের অন্য সদস্যদের শরীরেও মেলে সংক্রমণ। সকলকেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরপরেই খবর এল বেলেঘাটা আইডির কর্মী আবাসনও সংক্রামিত। ফলে এই ঘটনার সঙ্গে সঙ্গে আরও একটু আতঙ্ক বেড়ে গেল কলকাতায়। এমনিতেই গোটা রাজ্যের মধ্যে করোনা সংক্রমণের অন্যতম হটস্পট শহর কলকাতা। বেলেঘাটা কনটেনমেন্ট জ়োনের আওতায় ছিল প্রথম থেকেই। সেখানেই ধরা পড়ছে একের পর এক সংক্রমণ।
বুধবার সন্ধে পর্যন্ত জানা গেছে, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪১৯২। মারা গেছেন ২১৭ জন। তার মধ্যে কলকাতাতেই আক্রান্তের সংখ্যাটা ১৮১৩।
Be the first to comment