করোনাভাইরাস মহামারীর জেরে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষা। বাকি পরীক্ষাগুলি কবে হবে, সেই তারিখ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ জুন, ২ ও ৬ জুলাই উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা হওয়ার কথা। এর মধ্যে ঘূর্ণিঝড় আমফান এসে সব লণ্ডভণ্ড করে দিয়েছে। তবে সমস্ত প্রতিকূলতাকে জয় করে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারে ৬ জুলাই উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করতে পারলে এক মাসের মধ্যে ফল প্রকাশে বদ্ধপরিকর রাজ্য সরকার। বৃহস্পতিবার এমনই আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
আমফানে সবথেকে ক্ষতিগ্রস্ত বাংলার আট জেলা। ক্ষতিগ্রস্ত অসংখ্য স্কুল। তার মধ্যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র হিসেবে চিহ্নিত প্রায় সাড়ে চারশো স্কুল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বলে এর আগেই জানিয়েছেন স্বয়ং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত এলাকায় বিকল্প হিসেবে প্রয়োজনে স্থানীয় কলেজে উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করার যায় কি না, খতিয়ে দেখার জন্য শিক্ষা দফতের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
আর এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও সূচি মেনে ৬ জুলাইয়ের মধ্যে যাতে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করা যায়, তা নিশ্চিত করতে সমস্ত পদক্ষেপ করা হচ্ছে বলে বৃহস্পতিবার একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আর ৬ জুলাই পরীক্ষা শেষ করতে পারলে এক মাসের মধ্যে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
মাধ্যমিকের ফল কবে প্রকাশিত হবে? এই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিকের ফল প্রকাশের প্রস্তুতি পুরোদমে চলছে। খুব শীঘ্রই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। যদিও সুনির্দিষ্ট কোনও দিনক্ষণ এদিন ঘোষণা করেননি পার্থ চট্টোপাধ্যায়। এবছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ লক্ষ ১৫ হাজার।
এদিকে, করোনা এবং আমফানের কারনে রাজ্যে স্কুল ছুটির মেয়াদ ইতিমধ্যে ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কবে থেকে ক্লাস চালু হবে ৩০ জুনের পরে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে স্কুল খুললে সামাজিক দূরত্ব বজায় রাখতে আপাতত একদিনে সব পড়ুয়াকে ক্লাসে না ডাকার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। সেক্ষেত্রে ঘুরিয়ে ফিরিয়ে আনা হতে পারে পড়ুয়াদের। এমনই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। NCERT-র তরফেও রাজ্যগুলির কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছিল।
Be the first to comment