এবার বাংলায় করোনা আক্রান্ত খোদ মন্ত্রী। আক্রান্ত রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। বৃহস্পতিবার তাঁর শরীরে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। তাঁর বাড়ির পরিচারিকা করোনা আক্রান্ত ছিলেন বলে জানা গিয়েছে। পরিচারিকার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর মন্ত্রীর পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হয়। আর তাতেই তাঁর শরীরে এই সংক্রমণ পাওয়া গিয়েছে। তাঁর পরিবারের অন্যান্যরা সংক্রামিত হয়েছেন কিনা, তা জানা যায়নি।
সুজিতবাবুই রাজ্যের প্রথম কোনও মন্ত্রী যাঁর শরীরে কোভিডে সংক্রমণ ধরা পড়েছে। তবে ইতিবাচক যে তাঁর শরীরে কোনও উপসর্গ নেই। তাই বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।এদিকে, আক্রান্ত হয়েছেন আরও এক বিধায়ক। তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ করোনা আক্রান্ত হয়েছেন আগেই। তাঁর বাড়ি আবার কালীঘাটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একেবারে কাছে। দুর্গাপুরে গিয়ে তিনি আক্রান্ত হন বলে জানা গিয়েছে। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দুই মেয়েও আক্রান্ত বলে জানা গিয়েছে।
বাংলায় ক্রমশ বাড়ছে উদ্বেগ। রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪৪ জনের শরীরে মিলেছে মারণ করোনার ভাইরাস। যার ফলে এক ধাক্কায় রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,৫৩৬ জন। মোট মৃত ২৯৫ জন৷ এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্ত ২,৫৭৩ জন৷
Be the first to comment