বড় সাফল্য, কলকাতা এসটিএফ-এর জালে JMB শীর্ষ নেতা

Spread the love

একদিকে করোনা মোকাবিলা, অন্যদিকে উম্পুনের তাণ্ডব। তার মধ্যেই সন্ত্রাস দমনে বড় সাফল্য পেল কলকাতা পুলিশের। শুক্রবার ভোরে বাংলাদেশি সন্ত্রাসবাদী সংগঠন জামাত-উল-মুজাহিদিনের এক শীর্ষ নেতাকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
অভিযুক্ত জঙ্গি নেতার নাম আবদুল করিম ওরফে বড়ো করিম। ২০১৭ সাল থেকে একাধিক সন্ত্রাসবাদী কাজে যুক্ত থাকার চার্জ রয়েছে করিমের মাথার ওপর। ভারত ও বাংলাদেশ, দুই প্রতিবেশী রাষ্ট্রের পুলিশ খুঁজছিল আবদুল করিমকে। শুক্রবার ভোরে মুর্শিদাবাদের সুতি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবারই তাকে স্থানীয় আদালতে পেশ করা হয়। ভারতে জেএমবি-র তিন শীর্ষ নেতার মধ্যে আবদুল করিমের গ্রেফতারির পর এই সংখ্যাটা কমে দুই হল। এই দু-জনের মধ্যে অন্যতম জেএমবি-র প্রধান সাউদ্দিন সালেইহ। ধৃত আবদুল করিম ভারতীয় নাগরিক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*