দিল্লি থেকে শ্রমিক স্পেশাল ট্রেনে নিউ জলপাইগুড়ি ফিরছিলেন কালিম্পং-এর বাসিন্দা কিপা শেপ্রা। ট্রেনের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। হাজার খুঁজেও কোনও রেলকর্মীর দেখা পাননি তাঁর পরিবারের সদস্যরা। চলন্ত ট্রেনেই মৃত্যু হয় ৫১ বছরের ওই মহিলার।
দুই মেয়ে, দুই জামাই ও এক নাতিকে নিয়ে দিল্লি থেকে শ্রমিক স্পেশাল ট্রেনে বুধবার এনজেপি ফিরছিলেন কিপা। প্রচণ্ড গরমের জন্য অনেকক্ষণ ধরেই মাথা যন্ত্রনার কথা বলছিলেন তিনি। প্রথমে কেউ অতটা গুরুত্ব না দিলেও ট্রেন দিল্লি ছাড়ার কিছু পরেই ক্রমশ অসুস্থ হতে থাকেন তিনি। একসময় নিশ্বাস নিতে কষ্ট হতে থাকে তাঁর।
কিপার কষ্ট দেখে ট্রেনের মধ্যে রেলকর্মী খোঁজার চেষ্টা করেন তাঁর জামাই রণজিত্ তামাং। কিন্তু কারোর দেখা মেলে না। যে নম্বরে ফোন করে তাঁকে তাঁদের বুকিং কনফার্ম বলে জানানো হয়েছিল, সেই নম্বরে ফোন করে সাহায্য চান রণজিত্। যিনি ফোন ধরেন, তিনি তাঁকে একটি হেল্পলাইন নম্বর দেন। কিন্তু সেখানেও বিশেষ সাহায্য মেলে না।
কিপার কষ্ট বাড়তে দেখে চেন টেনে ট্রেন থামানোর চেষ্টা করেন রণজিত্। কিন্তু কোনও লাভ হয় না। শেষে উত্তরপ্রদেশে এটাওয়ায় ট্রেন থামিয়ে কিপাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার আগেই মৃত্যু হয়েছে তাঁর।
Be the first to comment