হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ছত্তিশগঢ়ের প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। পরিবারে রেখে গেলেন স্ত্রী রেণু এবং পুত্র অমিত যোগীকে। চলতি মাসের প্রথমেই বাড়ির বাগানে পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন অজিত যোগী। আর তারপরেই তাঁকে রায়পুরের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রায় ২০ দিন কোমায় ছিলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। শুক্রবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ছত্তিশগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর মৃত্যুর খবরটি ট্যুইট করে জানিয়েছেন তাঁরই পুত্র অমিত।
পৃথক রাজ্য হিসেবে ঘোষিত হওয়ার পর ছত্তিশগঢ়ের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন অজিত যোগী। ২০০০ সাল থেকে ২০০৩ সাল অবধি রাজ্যের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।
২০১৬ সালে ছত্তিশগঢ়ের উপনির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসের সঙ্গে গোলযোগ বাঁধে অজিত যোগী এবং পুত্র অমিতের। তারপরই কংগ্রেস ছেড়ে জনতা কংগ্রেস ছত্তিশগঢ় দলের প্রতিষ্ঠা করেন তিনি।
Be the first to comment