তৃতীয় দফার লকডাউনের সময় থেকেই সরকারি ও বেসরকারি অফিসে ৩৩ শতাংশ কর্মচারী নিয়ে কাজ শুরু করার অনুমতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার জানিয়ে দিলেন, ৮ জুন থেকে রাজ্যে সমস্ত সরকারি ও বেসরকারি অফিসে ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করা যাবে।
প্রসঙ্গত, চতুর্থ দফার লকডাউনের মেয়াদ রবিবার ৩১ মে শেষ হচ্ছে। এখনও পর্যন্ত যা ইঙ্গিত তাতে লকডাউনের মেয়াদ ফের বাড়াতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে অর্থনৈতিক কাজকর্মে আগের তুলনায় নিয়ন্ত্রণ শিথিল করা হবে। গত কাল এ ব্যাপারে সব রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেছিলেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা। সূত্রের খবর, পঞ্চম দফায় সরকারি ও বেসরকারি অফিসে কাজে যোগ দেওয়ার ব্যাপারে কেন্দ্র যে আরও ছাড় দিতে চলেছে তার ইঙ্গিত গতকালই দিয়ে দেন গৌবা।
তার পরই এদিন নবান্নে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছে, ১ জুন সোমবার থেকে পাট ও চা শিল্পেও ১০০ শতাংশ কর্মী যোগ দিতে পারবেন। তবে এখন প্রশ্ন হল, অফিস তো খোলা হচ্ছে। কিন্তু ট্রেন বা মেট্রো চলবে কী? তা হলে কর্মীরা কীভাবে অফিসে যাবেন!
রেল-মেট্রো রেলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রাজ্যের নেই। তা কেন্দ্র নেবে। তবে মুখ্যমন্ত্রী এ দিন বলেছেন, সরকারি ও বেসরকারি বাসের পরিষেবা চালু রাখতে পারলে সমস্যা বিশেষ হওয়ার কথা নয়। তিনি অবশ্য পই পই করে বলেছেন, বাসের মধ্যে যথাসম্ভব পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। সব আসনে যাত্রীরা বসতে পারবেন, কিন্তু প্রত্যেককেই মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরতে হবে। তা ছাড়া যাত্রী তোলার জন্য কন্ডাক্টরকে বাধ্য করা যাবে না।
Be the first to comment