প্রয়াত সংগীত রচয়িতা যোগেশ গৌর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর কলম থেকে উঠে এসেছে স্বর্ণযুগের শ্রেষ্ঠ সব গান। ‘কহিঁ দূর যব দিন ঢল যায়ে’ থেকে শুরু করে ‘জিন্দেগি ক্যায়সি হ্য়য় পহেলি’-র মতো সুপার-ডুপার হিট গান তিনি উপহার দিয়েছিলেন দর্শকদের।
বলিউড তাঁকে যোগেশ নামেই চিনত। সাতের দশকের অসামান্য সব গান লিখে গিয়েছেন তিনি। দুই বাঙালি পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায় এবং বাসু চট্টোপাধ্যায়ের একাধিক ছবির হিট গান উঠে এসেছে যোগেশের কলম থেকেই। আর তার বেশিরভাগই দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিল।
যোগেশ গৌরের লেখা যে গানগুলি মূলত হিট হয়েছিল, সেগুলির তালিকায় রয়েছে ‘বড়ি সুনি সুনি হ্যয়’, ‘ম্যায়নে কাঁহা ফুলোঁ সে’, ‘রজনিগন্ধা ফুল তুমহারে’, ‘কই বার ইঁয়ুহি দেখা হ্যয়’, ‘না জানে কিঁউ হোতা হ্যয় ইয়ে জিন্দেগি কে সাথ’, ‘জানেমন জানেমন তেরে দো নয়ন’।
যোগেশের মৃত্যুর খবর শুনে শোকপ্রকাশ করেছেন বর্ষীয়ান সংগীত শিল্পী লতা মঙ্গেশকর। ট্যুইট করে তিনি লিখেছেন, “যোগেশ জি-র মৃত্যুর খবর শুনে আমি গভীর ভাবে শোকাহত। বহু হৃদয়স্পর্শী গান তিনি লিখেছেন। আমিও অনেক গান গেয়েছি, যেগুলি তাঁর লেখা। উনি ছিলেন খুবই শান্ত স্বভাবের, মার্জিত এক ব্যক্তি। অনেক শ্রদ্ধা তাঁকে।”
Be the first to comment