করোনায় আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু, ফোনে খবর নিলেন মুখ্যমন্ত্রী

Spread the love

করোনায় আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসুর পাড়া জীবাণুমুক্তকরণের কাজ শুরু হল। পুরসভার তরফে শুধু মন্ত্রীর পাড়াই নয়, শুক্রবার লেকটাউন শ্রীভূমির আশেপাশের এলাকাতেও জীবাণুমুক্তকরণ করা হয়।

মন্ত্রী করোনা আক্রান্ত হওয়ায় রীতিমতো উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার বিকেলে মন্ত্রীর পাড়ায় শুনশান রাস্তা ঘাট। পাড়ার মোড়ে মোড়ে একটাই আলোচনা, সুজিত বসুর স্বাস্থ্য পরিস্থিতি। মন্ত্রীর বাড়ি ঢোকার রাস্তার মুখে পুলিশের তরফে বসানো হয়েছে গার্ড রেল। তার পাশে সর্বক্ষণ দাঁড়িয়ে রয়েছেন দুজন পুলিশকর্মী।

ইতিমধ্যেই সুজিত বোসের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীকে সাবধানে থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রথম কোনও মন্ত্রী করোনায় আক্রান্ত হলেন।

বৃহস্পতিবার দমকল মন্ত্রী সুজিত বোসের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। যদিও রোগের কোনও উপসর্গ ছিল না মন্ত্রীর শরীরে। সূত্রের খবর, মন্ত্রীর ঘরের এক পরিচারিকার করোনা পজিটিভ হওয়ার পরই সপরিবারে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতলে গিয়ে স্বেচ্ছায় করোনা পরীক্ষা করান মন্ত্রী। লালারসের পরীক্ষায় মন্ত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির প্রমাণ মেলে। সূত্রের খবর, তাঁর স্ত্রী ও অপর এক পরিচারিকার শরীরেও মিলেছে করোনা ভাইরাস।

এরপর চিকিৎসকের পরামর্শে বর্তমানে সপরিবারে হোম কোয়ারেনটাইনে রয়েছেন মন্ত্রী। উপসর্গ না থাকা সত্ত্বেও করোনা পজিটিভ হওয়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*