করোনার জন্য দেশজুড়ে শুরু হয়েছিল লকডাউন। এর ফলে বন্ধ হয়ে যায় সিনেমা পাড়া। সিনেমা, সিরিয়ালের শ্যুটিং বন্ধ প্রায় আড়াইমাস ধরে। টলিউডের বহু শিল্পীই সমস্যায় পড়েন। সব থেকে বেশি সমস্যায় পড়েন টলিউডের টেকনিশিয়ানরা।
কলা-কুশলী থেকে টেকনিশিয়ানসদের নিয়ে চিন্তায় ছিলেন টলিপাড়া। বারবার সোশ্যাল মিডিয়ায় তাঁদের হয়ে আবেদন করেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। এর পর কয়েকবার মিটিংও হয়েছে। কিন্তু কোনও সুরাহা হচ্ছিল না। টলিউডের এমন অনেক শিল্পী আছেন, যাদের শ্যুটিং বন্ধ হলে খুব মুশকিল। দিনের টাকা অনেকেই দিনে পান। তবে এবার স্বস্তির খবর শোনাল রাজ্য সরকার।
রাজ্য সরকার থেকে জানায়, পয়লা জুন থেকে রাজ্যে শ্যুটিংয়ে ছাড় মিলছে। শুরু হবে আবার টলি পাড়ায় শ্যুটিং। রিয়েলিটি শো ছাড়া, সবরকম শুটিংয়ে ছাড় দিল রাজ্য সরকার। সিনেমা,সিরিয়াল,ওয়েব সিরিজের শুটিংয়ে ছাড়। তবে একটা ইউনিটে ৩৫ জনের বেশি লোক নয়। করোনা সম্পর্কিত সবরকম সুরক্ষা বিধি মেনেই শ্যুটিং করতে হবে। এই খবরে কিছুটা হলেও স্বস্তি ফিরল টলি পাড়ায়।
Be the first to comment