আবার লকডাউন অমান্য করার অভিযোগে মামলা দায়ের হল ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে। অভিযোগ, শনিবার হালিশহরের দশ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী রাজু দের বাড়ি ভাঙচুর হওয়ার ঘটনায় তিনি ওই এলাকায় যান। সঙ্গে ছিল বেশ কিছু গাড়ি ও দলীয় কর্মীরা। এই ঘটনায় বীজপুর থানার পক্ষ থেকে অর্জুন সিংয়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করা হয়েছে। লকডাউন অমান্য করার অভিযোগে দায়ের হয়েছে এই মামলা।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার হালিশহরের দশ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী রাজু দের বাড়ি ভাঙচুর চালায় কয়েকজন দুষ্কৃতী। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। যদিও তৃণমূলের তরফে দাবি, বিজেপির গোষ্ঠীকোন্দলের কারণেই হয়েছে এই ভাঙচুর।
ঘটনার পরই শনিবার এলাকায় যান বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর অভিযোগ, পুলিশের সামনে তৃণমূল কর্মীরা তাঁকে হেনস্থা করেন। যদিও লকডাউন ভাঙার অভিযোগে অর্জুনের বিরুদ্ধেই মামলা দায়ের করেছে পুলিশ। এর আগে জগদ্দল থানার পুলিশও অর্জুনের বিরুদ্ধে লকডাউন ভাঙার অভিযোগ এনে মামলা দায়ের করেছিল।
জানা গিয়েছে, হালিশহরের ১০ নম্বর ওয়ার্ডের খাসবাটিতে থাকেন বিজেপি কর্মী রাজু দে। শুক্রবার রাতে তিনি বাড়িতে ছিলেন না। জামাইষষ্ঠীর নিমন্ত্রণ রক্ষা করতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। বাড়িতে ছিলেন তার বাবা, মা ও দাদা। অভিযোগ রাতের অন্ধকারে একদল দুস্কৃতী এসে তার বাড়িতে জানালার কাচ, মিটার বক্স ভেঙে দেয়। বৃদ্ধ বাবা অমূল্যকে মারধর করে। মাথায় মারা হয় তার। খবর পেয়ে শনিবার সকালেই বাড়িতে আসেন পরিমল। তার অভিযোগ তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা হামলা চালিয়েছে। খবর পেয়ে এদিন সাংসদ অর্জুন সিং তার বাড়িতে যান। তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠে।
Be the first to comment