১ জুন থেকে দেশের চারটি মেট্রো শহরে Indane-এর ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল ১১টাকা ৫০ পয়সা থেকে ৩৭ টাকা পর্যন্ত। দিল্লিতে এলপিজি-র দাম ১১.৫০ টাকা বেড়ে দাঁড়াল ৫৯৩ টাকা। কলকাতায় অবশ্য গ্রাহকদের সিলিন্ডার পিছু গুনতে হবে বাড়তি ৩১.৫০ টাকা। ভর্তুকিহীন এলপিজি-র দাম এই শহরে বেড়ে হল ৬১৬ টাকা। দিল্লির মতো মুম্বই শহরেও সিলিন্ডার পিছু ১১.৫০ টাকা বেড়ে দাম দাঁড়াচ্ছে ৫৯০.৫০ টাকায়। তবে সবচেয়ে বেশি মূল্য বৃদ্ধি মুখে পড়ছে চেন্নাই। সেখানে সিলিন্ডার পিছু দাম বাড়ানো হল ৩৭ টাকা। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হল ৬০৬.৫০ টাকা। চার শহরের দামের তুলনা করলে কলকাতাতেই Indane LPG-ছর দাম সবচেয়ে বেশি।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘দিল্লির বাজারে এলপিজি-র পাইকারি মূল্য মে মাসে ৭৪৪ টাকা থেকে কমিয়ে সিলিন্ডার পিছু ৫৮১.৫০ টাকা করা হয়েছিল। আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।জুন মাসে আন্তর্জাতির বাজারেই এলপিজি-র দাম বেড়েছে। ফলে দিল্লিতেও গ্যাসের দাম বাড়াতে হল সিলিন্ডার পিছু ১১.৫০টাকা।’ তবে একই সঙ্গে এও স্পষ্ট করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে যাঁরা রয়েছেন, তাঁদের কোনও বাড়তি মূল্য দিতে হবে না। আগামী ৩০ জুন পর্যন্ত তাঁরা বিনামূল্যে গ্যাস পাবেন।
Be the first to comment