দেশব্যাপী করোনা লকডাউনে পিছিয়ে গিয়েছিল ভোটগ্রহণ ৷ রাজ্যসভার নির্বাচনের নয়া তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন ৷ ১৮ টি আসনে ১৯ জুন হবে ভোট গ্রহণ ৷ ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টে অবধি চলবে ভোটগ্রহণ ৷ বিকেল ৫টায় ভোটগণনা ৷
ফেব্রুয়ারি মাসে ১৭টি রাজ্যের ৫৫টি শূন্য আসনে ভোটগ্রহণের ঘোষণা করে নির্বাচন কমিশন। মার্চে রিটার্নিং অফিসার জানান, ১০টি রাজ্যের ৩৭ আসনের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছেন। ভোট হবে অন্ধ্রপ্রদেশ ও গুজরাতের ৪টি করে আসনে, মধ্যপ্রদেশে রাজ্যসভার ৩টি আসনে ভোট, রাজস্থানেও রাজ্যসভার ৩টি আসন, ঝাড়খণ্ডে রাজ্যসভার ২ টি আসনে ভোট ৷ এছাড়া মণিপুর ও মেঘালয়ে ১টি করে আসনে নির্বাচন হবে ১৯ জুন ৷
Be the first to comment