শেষ ২৪ ঘন্টায় রাজ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭১ জন৷ ফলে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ হাজার ৭৭২। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে প্রকাশ, নতুন যে ৮ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে ৫ জনই কলকাতার বাসিন্দা।
বাকি দুজনের একজন উত্তর ২৪ পরগণার, অপরজন অন্য রাজ্যের৷ এর ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩২৫ জনে৷ এদের মধ্যে কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের৷ এই মূহুর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৪১ জন৷ রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ১৪৯ জন৷ এই পর্যন্ত মোট সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন ২ হাজার ৩০৬ জন৷ শতাংশের হিসেবে যা ৩৯.৯৫ শতাংশ৷
সোমবারের বুলেটিন অনুযায়ী,গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে হাওড়ায়৷ নতুন করে আক্রান্ত ৭৮ জন৷ এরপরই কলকাতার স্থান৷ শহরে একদিনে আক্রান্ত ৫৪ জন৷ ফলে কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১৭৯ জনে৷ যদিও গত ২৪ ঘন্টায় শহরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে৷
রবিবার থেকে সোমবার সকাল নটা পর্যন্ত ৯৪৮০ টি টেস্ট হয়েছে৷ গতকাল এই সংখ্যাটা ছিল ৯৩৫৪৷ এ পর্যন্ত মোট টেস্ট হয়েছে ২ লক্ষ ১৩ হাজার ২৩১ জনের৷ বর্তমানে রাজ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪১টি পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে।
বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে ৩১৪১ জনের । রাজ্যের মোট ৬৯ টি কোভিড হাসপাতলে ৮৭৮৫ টি বেড রয়েছে । আইসিইউ বেড আছে ৯২০টি। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। বর্তমানে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে আছেন ১৭ হাজার ৩৭ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ১ লক্ষ ৪৪ হাজার ৬৭৮ জন৷
রবিবারের বুলেটিন অনুযায়ী,রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত ৩৭১ জন৷ মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫,৫০১ জনে৷ এছাড়া বাংলায় নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছিল। ফলে মোট মৃতের সংখ্যা ছিল ৩১৭৷ এর মধ্যে কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের৷ সক্রিয় আক্রান্তের সংখ্যাটা ছিল ২,৮৫১৷
Be the first to comment