হাওড়া, দুই ২৪ পরগনা, কলকাতায় শুরু বৃষ্টি। হাওয়া অফিস কিছুক্ষন আগেই তাৎক্ষণিক পূর্বাভাসে জানায় যে, প্রবল বৃষ্টি হতে পারে। একই সঙ্গে পূর্বাভাস দেওয়া হয় যে, ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সেই অনুযায়ী শুরু হয়েছে প্রবল ঝোড়ো হাওয়া। তার সঙ্গে বৃষ্টি।
এদিন সকাল থেকেই দক্ষিনবঙ্গবাসীকে ভুগিয়েছে অর্দ্রোয়াজনিত গরম এবং সূর্যের প্রখর রোদ। বিকেল হতেই আবহাওয়া বদল হয়। এখন শুরু হয়েছে ওই চার জেলায় হালকা বৃষ্টি।
মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় পারদ চড়েছে ১ ডিগ্রি। রবিবারের নিরিখে অল্প বেড়েছে তাপমাত্রা। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।
মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৬ থেকে সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কলকাতা পার্শ্ববর্তী দমদমের তাপমাত্রা ৩১.৮ ও সল্টলেকের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস।
Be the first to comment