আগামী ৫ জুন রাজ্য জুড়ে সরকারি উদ্যোগে হবে বৃক্ষ রোপন। আর সেই দিন থেকে শুরু করে এক মাস ধরে সুন্দরবনে চলবে ম্যানগ্রোভ গাছ পোঁতার কাজ। জল-জঙ্গলের দেশকে বাঁচাতে মোট পাঁচ কোটি ম্যানগ্রোভ পোঁতা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “৫ কোটি ম্যানগ্রোভের পাশাপাশি আরও সাড়ে তিন কোটি গাছ লাগানো হবে। কলকাতাতেও প্রচুর সবুজ ধ্বংস হয়েছে। ধ্বংসের মধ্যেই হবে সৃষ্টির কাজ।” একই সঙ্গে তিনি বলেন, এর ফলে ওই এলাকার মাটি আরও শক্ত হবে। ভাঙনও কমবে।
Be the first to comment