আমফান বিধ্বস্ত রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে আজ সন্ধের মধ্যেই কলকাতায় পৌঁছাবে দলটি। তারপর আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব অঞ্জু শর্মার নেতৃত্বে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু এলাকা পরিদর্শন করবে।
অঞ্জু শর্মার নেতৃত্বে এ দলে থাকছেন কৃষি মন্ত্রকের ডিরেক্টর নরেন্দ্র কুমার, ফিশারি বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার আর পি ডুবে, এক্সপেনডিচার বিভাগের ডিরেক্টর এস সি মিনা, জলশক্তিমন্ত্রকের ইঞ্জিনিয়র সিদ্ধার্থ মিত্র, বিদ্যুৎমন্ত্রকের ডিরেক্টর ঋষিকা সরন, সড়ক ও পরিবহন মন্ত্রকের ইঞ্জিনিয়র সমীরণ সাহা। তাঁদের যাবতীয় প্রয়োজনীয় সাহায্য করার জন্য রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
২০ মে রাজ্যে আছড়ে পরে ঘূর্ণিঝড় আমফান। তছনছ হয়ে যায় রাজ্যের একাধিক অংশ । ক্ষতিগ্রস্ত কয়েক হাজার মানুষ । গৃহহীন হয়ে পড়েছেন এমন মানুষের সংখ্যা কম । এরপর রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ঝড়ের পরেরদিন অর্থাৎ ২১ তারিখ রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি আকাশপথে এলাকা পরিদর্শন করেন । পরে রাজ্যের জন্য হাজার কোটি টাকা সাহায্যের ঘোষণা করেন ।
এদিকে, ঝড়ে লন্ডভন্ড পরিস্থিতি স্বাভাবিক করতে রাজ্যে নামে সেনা । তাঁদের তৎপরতায় কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। আজ ঝড়ের ১৪ দিনের মাথায় পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রকে তাঁরা রিপোর্ট জমা দেবেন।
Be the first to comment