শপিংমল থেকে ধর্মীয় স্থান খুলে যাচ্ছে, করোনা রুখতে বিস্তারিত গাইডলাইন দিল কেন্দ্র

Spread the love

আনলক ১ চলছে ৷ অনেক কিছু খুলে গিয়েছে ৷ এরপর ধীরে ধীরে অর্থনীতির আরও অনেকটা অংশ খুলে যাবে ৷ কিন্তু করোনা ভাইরাস থেকে যে এখন নিস্তার নেই, তা স্পষ্ট ৷ ফলে নিজেদেরকেই সচেতন থাকা ছাড়া উপায় নেই ৷ শপিংমল, ধর্মীয় স্থান, হোটেল, রেস্তোরাঁ, অফিস-সহ বিভিন্ন পাবলিক প্লেসে করোনা সংক্রমণ ঠেকাতে গাইডলাইন ইস্যু করল কেন্দ্র ৷

কন্টেইনমেন্ট জোনের বাইরে থাকা অঞ্চলেই এগুলি খুলবে ৷ কন্টেইনমেন্ট জোনে লকডাউন থাকবে বলেই জানিয়েছে কেন্দ্র৷ ৬৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তি, কো-মর্বিডিটি আছে, গর্ভবতী মহিলা, শিশুদের বাড়িতে থাকারই পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷

কেন্দ্রের গাইডলাইনগুলি হলো-

১. অন্তত ৬ ফুট বা তার বেশি দূরত্ব বজায় রাখতে হবে৷

২. ফেসকভার, মাস্কের ব্যবহার আবশ্যিক৷

৩. বার বার সাবান বা অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে ৷ অন্তত ৪০ থেকে ৬০ সেকেন্ড ৷

৪. হাঁচি বা কাশির সময় ঢাকতে হবে৷ সঙ্গে টিস্যু পেপার রাখতে হবে৷ হাঁচির পর সেই টিস্যু পেপার ফেলে দেবেন৷

৫. শারীরিক সমস্যা হলেই জেলার সংশ্লিষ্ট হেল্পলাইনে ফোন করুন৷

৬. রাস্তায় থুতু ফেলা নিষিদ্ধ৷

৭. সবাই আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করলে ভালো৷

শপিং মলের ক্ষেত্রে-

১. মলে ঢোকার গেটে হ্যান্ড স্যানিটাইজার রাখতেই হবে৷

২. উপসর্গ নেই, এমন ক্রেতাকেই ঢুকতে দেওয়া হবে৷

৩. সব কর্মীকে মাস্ক সব সময় পরে থাকতে হবে৷

৪. শপিং মলের সব জায়গায় করোনা সচেতন পোস্টার লাগাতে হবে৷

৯. করোনা পজিটিভ ধরা পড়লে, সেই জায়গাটি সঙ্গে সঙ্গে স্যানিটাইজড করতে হবে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*