দাউদ ইব্রাহিম কোথায় আছে, তা স্পষ্টভাবে জানা না গেলেও, তিনি যে পাকিস্তানেই আছে, সেকথা একাধিকবার জানা গিয়েছে গোয়েন্দা সূত্রে। এবার করোনা আক্রান্ত সেই দাউদ ইব্রাহিম। সূত্রের খবর, করাচির সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন দাউদ, কোয়ারেন্টাইনে রয়েছে দাউদের বডিগার্ড।
২০১৭ সালে খবর ছড়ায় দাউদ অসুস্থ। কিন্তু সেইসময় পুলিশের জেরায় ডনের ভাই কাসকর দাবি করে, পুরোপুরি সুস্থ দাউদ। জেরায় কাসকর এও জানিয়েছিল, নিরাপত্তা নিয়ে পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছে দাউদ!
২০১৮ সালে দাউদের আইনজীবী শ্যাম কেসওয়ানি দাবি করেন, আত্মসমর্পন করতে চায় দাউদ, তবে শর্তসাপেক্ষে। কেসওয়ানির দাবি, আত্মসমর্পন করার জন্য দাউদ যে শর্তগুলি দিয়েছে তার মধ্যে একটি হল মুম্বইয়ের আর্থার রোড সেন্ট্রাল জেলে তাকে রাখতে হবে। এই আর্থার জেলেই ২০০৮ সালে মুম্বই বিস্ফোরণের অন্যতম চক্রী আজমল কাসভকে রাখা হয়েছিল।
Be the first to comment