মিনাখাঁয় বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধি দল

Spread the love

স্থানীয় প্রশাসনের তরফে সঠিকভাবে সাহায্য করা হচ্ছে না। তাদের জন্য যথাযথ ব্যবস্থা করা হোক। এই দাবিতে আজ কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে বিক্ষোভ দেখালেন আমফান বিধ্বস্ত মিনাখাঁর বাসিন্দারা। প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের কনভয়ের সামনে দাঁড়িয়ে পড়েন তাঁরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আমফানের দাপটে লন্ডভন্ড হয়ে গেছে সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ ও মিনাখাঁ ব্লকের বিস্তীর্ণ এলাকা। আজ সেই সমস্ত এলাকা পরিদর্শনে আসে চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। সন্দেশখালির ধামাখালিতে প্রশাসনিক বৈঠক সেরে মিনাখাঁর মালঞ্চ বাজার এলাকা দিয়ে কলকাতায় ফিরছিলেন তাঁরা। তখন সেখানকার বাসিন্দারা হিন্দি ও ইংরেজিতে লেখা প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের কনভয়ের সামনে দাঁড়িয়ে পড়েন।

বিক্ষোভকারীদের অভিযোগ, আমফানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে যথাযথভাবে সাহায্য করছেন না মিনাখাঁর BDO শেখ কামরুল ইসলাম। তিনি শুধু শাসক দলের সমর্থকদের সাহায্য করছেন। বহুবার সাহায্যের দাবি নিয়ে তাঁরা BDO অফিসে গেছেন । কিন্তু তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে। BDO-র অপসারণের দাবিও তুলেছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*