শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়ালো

Spread the love

বাংলায় একদিনে আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়ালো ৷ নতুন করে আরও ১১ জনের মৃত্যু হয়েছে ৷ শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে প্রকাশ, রাজ্যে গত ২৪ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪২৭ জন ৷ এই প্রথম একদিনে আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়ালো ৷ মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়ালো ৷

বাংলায় নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৬৬ জন। এর মধ্যে কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের। তবে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়াল ৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৭ হাজার ৩০৩ জন৷ তবে সক্রিয় করোনা আক্রান্ত ৪,০২৫ জন ৷ গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৪ জন৷ ফলে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২,৯১২ জন ৷ যা শতাংশের হিসেবে ৩৯.৮৭ শতাংশ ৷

নতুন করে যে ১১ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে কলকাতার ৪ জন ৷ ফলে শহরে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৩৮ জন ৷ এদের মধ্যে কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৫২ জনের ৷ হাওড়ায় নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে৷ এর ফলে সেখানে কো মর্বিডিটিসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬ জন৷ এবং উত্তর ২৪ পরগনার নতুন ২ জনকে নিয়ে মোট মৃতের সংখ্যাটা ৪৯ ৷ এছাড়া এদিন হুগলিতে ১ জনের মৃত্যু হয়েছে ৷

যে চার জেলায় নতুন করে মৃত্যু হয়েছে,সেই সব জেলায় আক্রান্তের সংখ্যাটা হল- কলকাতায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০১ জন ৷ শহরে এই পর্যন্ত আক্রান্ত ২,৫৮৯ জন ৷ হাওড়ায় নতুন করে আক্রান্ত ৬২ জন,মোট ১,৩২৬ জন৷ উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৬৫ জন,মোট ৯৭৫ জন৷ এছাড়া হুগলিতে নতুন করে আক্রান্ত ৪৪ জন৷ মোট আক্রান্ত ৪৭৩ জন ৷

বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত ৯,৬৮৬ টি টেস্ট হয়েছে ৷ ফলে এই পর্যন্ত মোট টেস্ট হয়েছে ২ লক্ষ ৫১ হাজার ৫১৭ জন ৷ প্রতি মিলিয়নে ২,৭৯৫ জন ৷ যা শতাংশের হিসেবে ২.৯০ শতাংশ ৷ বর্তমানে রাজ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪২টি পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে।

বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে ৪,০২৫ জনের৷ রাজ্যের মোট ৬৯ টি কোভিড হাসপাতলে ৮৭৮৫ টি বেড রয়েছে আইসিইউ বেড আছে ৯২০টি। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি।

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনের তথ্য অনুযায়ী, শুরু থেকে এই পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যাটা ২ লক্ষ ৫৪ হাজার ৭৬০ জন ৷ তাদের মধ্যে হোম কোয়ারেন্টাইন শেষ করেছেন ১ লক্ষ ২ হাজার ৯১২ জন৷ ফলে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ লক্ষ ৫১ হাজার ৮৪৮ জন ৷ এছাড়া সরকারি কোয়ারেন্টাইন সেন্টার থেকে ছাড়া পেয়েছেন ৫৯ হাজার ৭০০ জন ৷ বর্তমানে ৫৮২ টি সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন মাত্র ২৩ হাজার ৭৭ জন ৷ বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ২০ হাজার ৬৬২ জন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*