করোনা আতঙ্কে সিল করা হলো কসবার একটি নার্সিংহোম

Spread the love

করোনা আতঙ্কে এবার সিল করা হল কসবার একটি নার্সিংহোম৷ এক রোগী করোনা পজিটিভ৷ এরপরই সিল করে দেওয়া হল ওই নার্সিংহোম৷ সূত্রের খবর, কসবার ওই নার্সিংহোমে চিকিত্‍সাধীন ছিলেন এক রোগী। তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল৷ সেই রিপোর্ট পজিটিভ আসে। তারপরই গতকাল নার্সিংহোম সিল করার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। ওই নার্সিংহোমের নার্স, স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷

মাস খানেক আগে করোনা সংক্রমণের জেরে রোগী ভর্তি বন্ধ করে দিয়েছিল পিয়ারলেস হাসপাতাল৷ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল পিয়ারলেস৷ বন্ধ ছিল পিয়ারলেসের জরুরি বিভাগও৷ তবে চালু ছিল বিশেষ কিছু পরিষেবা৷ তবে হাসপাতালের কেমোথেরাপি বিভাগসহ অন্যান্য বিভাগেও রোগী ভর্তি বন্ধ ছিল৷ পরে ফের চালু হয় হাসপাতাল৷

সেই সময় বন্ধ করে দেওয়া হয়েছিল আউটডোর৷ এই হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট ১১ জনের শরীরে করোনা ভাইরাস মিলেছিল৷ এদের মধ্যে চারজন চিকিৎসক ছিলেন৷ ফলে সংক্রমণ রুখতে হাসপাতাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ৷

এর আগে নার্স ও স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ আসায় বন্ধ করে দেওয়া হয়েছিল চিৎপুরের মারওয়াড়ি রিলিফ সোসাইটি হাসপাতাল৷ রোগী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ৷ হাসপাতাল সূত্রে খবর, সেখানকার এক নার্স এবং স্বাস্থ্যকর্মীর মধ্যে করোনার উপসর্গ দেখা দিয়েছিল৷ তারপর তাদেরকে রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়৷ করোনা পরীক্ষার পর জানা যায় তাদের রিপোর্ট পজিটিভ৷ সেই সময় জানা গিয়েছিল, মারওয়াড়ি রিলিফ সোসাইটি হাসপাতালের আক্রান্তদের সংস্পর্শে এসেছে আরও ১৫ জন নার্স, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী৷ তাপরই হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে হাসপাতালেই কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নিয়েছিল৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*