করোনার দাপটে উদ্বিগ্ন মোদী সরকার, নতুন করে আসতে পারে গাইডলাইন

Spread the love

পয়লা জুন থেকে আনলক ওয়ান চালু হতেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে হু হু করে। ফলে বেশ উদ্বিগ্ন কেন্দ্র। যে যে ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে, সেগুলি ফের খতিয়ে দেখে নতুন করে গাইডলাইন চালু করতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

হিন্দুস্তান টাইমস সংবাদপত্র জানাচ্ছে বিভিন্ন রাজ্য সরকারের কাছ থেকে তথ্য পেয়ে এবার আরও কড়া হতে চলেছে কেন্দ্র। বেশিরভাগ এলাকা মানা হচ্ছে না নিয়ম। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এমনই তথ্য হাতে এসেছে কেন্দ্রের। সেক্ষেত্রে নতুন করে গাইড লাইন প্রকাশ করে নিয়ম জারি করতে পারে মোদী সরকার বলে সূত্রের খবর। যারা যারা নিয়ম মানবেন না, তাদের শাস্তিযোগ্য অপরাধের দায়ে পড়তে হবে বলে জানানো হয়েছে।

করোনায় মৃতের হার কমলেও, আক্রান্তের সংখ্যা কোনওভাবেই কমানো যাচ্ছে না, এটাই চিন্তায় রেখেছে কেন্দ্রকে। বেশ কিছু রাজ্য সরকার কেন্দ্রের কাছে কড়া আইন চেয়েছে, যাতে সাধারণ মানুষকে নিয়ম পালন করতে বাধ্য করা যায়। মৃতের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র (২৯৬৯)।

এরপরেই রয়েছে গুজরাত (১২১৯)। তালিকায় পরপর রয়েছে দিল্লি (৭৬১), মধ্যপ্রদেশ (৩৯৯), পশ্চিমবঙ্গ (৩৮৩), উত্তরপ্রদেশ (২৫৭), তামিল নাড়ু (২৫১), রাজস্থান (২৩১), তেলেঙ্গানা (১২৩), অন্ধ্রপ্রদেশ (৭৩), কর্ণাটক (৫৯) পঞ্জাব (৫০) ভারতে যে হারে সংক্রমণ বাড়ছে, তা রীতিমত আশঙ্কার। ইতিমধ্যেই স্পেনকে ছাপিয়ে সর্বাধিক আক্রান্তের হিসেবে পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত।

রবিবার সকালেও যে ছবি সামনে এল তা উদ্বেগের। আগের সপ্তাহে চিনকে করোনা আক্রান্তের বিচারে পার করেছিল ভারত। ২৯ মে থেকে প্রত্যেকদিন ৮০০০ বা তার বেশি নতুন করোনা আক্রান্তের সংখ্যা সামনে আসছে। ২ জুন ২ লক্ষ পেরিয়ে যায় আক্রান্তের সংখ্যা। এখন প্রত্যেক ১৫ দিনে দ্বিগুণ হচ্ছে আক্রান্তের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯,৯৭১ অর্থাৎ প্রায় ১০ হাজারের কাছাকাছি। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৪৬,৬২৮। ভারতে এই ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ৬,৯২৯ জনের। দেশের রাজ্যগুলির মধ্য এখনও আক্রান্তের সংখ্যায় সবার উপরে মহারাষ্ট্র। ২৪ ঘণ্টায় নতুন করে ২৭৩৯ জন আক্রান্ত হয়েছে। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮২,৯৬৮। তবে মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন জায়গায় লকডাউন শিথিল হতে শুরু করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*