কোরোনায় মারা গেলেন কলকাতা পুলিশের এক কনস্টেবল। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে গতকাল তাঁর মৃত্যু হয়। তিনি শেক্সপিয়ার সরণি থানায় কর্মরত ছিলেন । তাঁর মৃত্যুতে উদ্বেগে লালবাজারের পুলিশ আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর, ৪৭ বছর বয়সি এই কনস্টেবল DC (দক্ষিণ)-র অফিসেও কাজ করতেন। স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তিনি গত মাসের শেষ দিকে বাড়ি যান। তাঁর বাড়ি শিলিগুড়ির ফাঁসিদেওয়ায়। তারপর সেখান থেকে কলকাতা ফেরার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। ১ জুন তাঁকে ভর্তি করা হয় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ৩ জুন তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ গতকাল তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
লকডাউনে অত্যন্ত সক্রিয় ভূমিকা নিচ্ছে কলকাতা পুলিশ। অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষকে চিহ্নিত করে প্রয়োজনে গ্রেপ্তার। প্রতিটি গাড়ির পরীক্ষা। এমনকী, প্রকাশ্য রাস্তায় থুতু ফেলছেন যারা তাদের চিহ্নিতকরণ। আবার শহরবাসীকে সব রকমভাবে সাহায্য। নিরন্নের মুখে অন্ন তুলে দেওয়া। দরিদ্র মানুষের হাতে ত্রাণ পৌঁছে দেওয়া।
কোরোনা নিয়ে মানুষকে সতর্ক করা। কোথাও আবার বাজার পর্যন্ত করে দিচ্ছে পুলিশ। পুলিশের এই সক্রিয়তা প্রশংসা কুড়িয়েছে শহরবাসীর। কিন্তু এরই মাঝে কোরোনার থাবা বসেছে কলকাতা পুলিশেও ৷ কলকাতা পুলিশের অন্তত ১৬০ জন কর্মী আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন সুস্থ হলেও এখন পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা অনেক।
Be the first to comment