বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন সিপিএম সাংসদ জ্যোতির্ময়ী শিকদার

Spread the love

অপেক্ষা শুধু কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেতের। তা মিললেই রাজ্যে বিজেপিতে যোগ দিতে পারেন রাজ্যের ২ তৃণমূল বিধায়ক। এদের মধ্যে একজন আবার মন্ত্রী। এমনটাই জল্পনা রয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে।

এদিকে এর মধ্যেই এবার সিপিএম শিবিরে আঘাত হানতে চলেছে বিজেপি। জল্পনা, রাজ্য বিজেপিতে যোগ দিতে চলেছেন জাকার্তা এশিয়াডে জোড়া সোনাজয়ী অ্যাথলিট ও সিপিএমের প্রাক্তন সাংসদ জ্যোতির্ময়ী শিকদার। আজ জ্যোতির্ময়ীর সল্টলেকের বাড়িতে যান রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। 

জ্যোতির্ময়ী শিকদারের বিজেপিতে যোগদানের কথা স্বীকার না করলেও বিষয়টি উড়িয়ে দেননি দিলীপবাবু। আজ এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি তোলেন দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেন, জ্যোতির্ময়ী শিকদার আমার বাড়ির পেছনেই থাকেন। আজ দেখা হয়েছিল মাত্র। এখনও তিনি দলে যোগদান করেননি। 

উল্লেখ্য, অবসর নেওয়ার পর আচমকাই রাজনীতিতে চলে আসেন জ্যোতির্ময়ী শিকদার। রাণঘাট থেকে ২০০৯ সালে সিপিএমের টিকিটে সাংসদ নির্বাচিত হন তিনি। তবে পরের নির্বাচনে তিনি হেরে যান। এরপর ধীরে ধীরে দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*