বিধায়ক তথা বিজেপির রাজ্য সম্পাদক সব্যসাচী দত্তর উপর হামলার প্রতিবাদে দমদম পার্ক এলাকায় পথ অবরোধ করলো বিজেপি। টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় BJP কর্মীরা । তাদের দাবি, সব্যসাচী দত্তের উপর যাঁরা হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
সোমবার সকালে লেকটাউনে এক নিগৃহীত কর্মীকে দেখতে গিয়ে আক্রান্ত হন BJP-র রাজ্য সম্পাদক তথা নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত ৷ দমকলমন্ত্রী সুজিত বসুর অনুগামীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ ৷ সব্যসাচীবাবু ছাড়াও কম-বেশি জখম হন উত্তর শহরতলির জেলা সভাপতি কিশোর কর, প্রাক্তন সহ সভাপতি পীযূষ কানোরিয়াসহ বিজেপির কয়েকজন কর্মী। ঘটনার প্রতিবাদে আজ বিকেল ৪টে থেকে দমদম পার্ক সংলগ্ন VIP রোড অবরোধ করে বিজেপি কর্মীরা।
অবরোধকারীদের অভিযোগ, বিজেপি নেতা-কর্মীদের উপর হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে করার দাবি জানায় বিক্ষোভকারী বিজেপি কর্মীরা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লেকটাউন থানার পুলিশ। জ্বলন্ত টায়ারের উপর জল ঢেলে দেওয়া হয়। পরে তদন্তের আশ্বাস মেলার পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।
Be the first to comment