বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল গরম থেকে মিলতে পারে মুক্তি

Spread the love

বুধবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে। সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। শুক্রবারের মধ্যেই মৌসুমী বায়ু ঢুকবে পশ্চিমবঙ্গে। সূচি মেনেই বর্ষা আসছে বঙ্গে বলছেন আবহাওয়াবিদরা।

এদিকে মঙ্গলবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বুধবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।সকাল থেকেই আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে দিনভর ঘর্মাক্ত হতে হবে জনসাধারণকে ৷

এদিকে কলকাতায় সকালে পরিষ্কার আকাশ হলে পরে আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে জলীয়বাষ্পের পরিমাণ বাড়ছে বাতাসে। এরই জেরে ঘর্মাক্ত পরিবেশ কলকাতায়। সকাল থেকেই ঘামে ভিজে কষ্ট বেলা বাড়লে আরো বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।

কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রি ওপরে ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৬ থেকে ৯৪ শতাংশ গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২৪.৪ মিলিমিটার। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর নিম্নচাপ তৈরীর সম্ভাবনা।

আগামী ১২ ঘন্টায় নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। নিম্নচাপ আরো ঘনীভূত হয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে। এই নিম্নচাপ এর হাত ধরেই বঙ্গে বর্ষা র প্রবেশ হবে বলে অনুমান আবহবিদদের।

উত্তর বাংলাদেশ থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত ঝাড়খন্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এর টানে দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে। জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ হয়ে আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় গত কয়েকদিন।মৌসুমী বায়ুর একটি অংশ আগামী দু’দিনের মহারাষ্ট্র কর্ণাটক তেলেঙ্গানা অন্ধপ্রদেশ এর অধিকাংশ এলাকা অতিক্রম করবে। মৌসুমী বায়ুর অন্য অংশ উত্তর বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর-পূর্ব ভারতে ঢুকে পড়বে আগামী৪৮  ঘণ্টায়। পরবর্তী ২৪ ঘণ্টায় ওড়িশা পশ্চিমবঙ্গ ও সিকিম প্রবেশ করবে বলে আবহবিদদের অনুমান।

আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্ধ্র উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। সমুদ্র উত্তাল হবার আশঙ্কা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*