অমিত শাহের ভার্চুয়াল র্যালি নিয়ে বিপুল খরচের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, অনেক টাকা খরচ করে যাঁরা ‘ভার্চুয়াল ভাষণ’ দিচ্ছেন, তাঁরা বাস্তবের অবস্থা দেখতে কত বার বেরিয়েছেন?
মঙ্গলবার বেলা ১১টা থেকে ফেসবুক, ইউটিউবে ‘জনসংবাদ র্যালি’র আয়োজন করেছে বঙ্গ বিজেপি। সফটওয়্যারের মাধ্যমে রাজ্যের প্রায় দু’ হাজার নেতাকর্মী অমিত শাহর ভাষণ শুনবেন। বিজেপির জেলাসভাপতি, মণ্ডল সভাপতিরাও অনলাইনে হাজির থাকবেন এই জনসভায়। শাহর অনলাইন সভা বিজেপির রাজ্য দফতর থেকে সম্প্রচার করা হচ্ছে।
এপ্রসঙ্গে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা এক লক্ষ লোককে নিয়ে ভার্চুয়াল করে কোটি কোটি টাকা খরচ করেছে। আমরা ২০ জন বিধায়ককে নিয়ে ভিডিয়ো কনফারেন্স করেছি। সেটা আমরা প্রায়ই করি। দু’টোর মধ্যে ফারাক রয়েছে। তিন মাসের মধ্যে যাঁরা ভার্চুয়ালের মাধ্যমে ভাষণ দিচ্ছেন, তাঁরা ক’বার বেরিয়েছেন।”
যদিও বিজেপি সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাল্টা বক্তব্য, “মুখ্যমন্ত্রীর হয়তো জানা নেই ফেসবুক, টুইটার, ইউটিউবের মাধ্যমে সভা করতে বিরাট খরচ হয় না। আমাদের কর্মীরা বুদ্ধির জোরে অনলাইন সভায় ব্যাপক সাফল্য পাচ্ছেন। প্রত্যেক পরিবারকে আবেদন করব, আপনারা ওই সভা শুনুন। কারণ, যে সব সমস্যা ৬০-৭০ বছরে কেউ সমাধান করতে পারেনি, শাহ সেগুলি ৬-৭ মাসে চুটকি বাজিয়ে সমাধান করে ফেলেছেন!”
মুখ্যমন্ত্রীর সুরেই বিজেপিকে নিশানা করে আক্রমণ শানিয়েছে বাম ও কংগ্রেস। সিপিএম নেতা মহ সেলিম বলেন, “অমিত শাহ যেখানকার সাংসদ, সেই আমেদাবাদে করোনা মৃত্যুর হার সর্বাধিক। এখন পশ্চিমবঙ্গ ও বিহারের ভোট রাজনীতি করতে, গুজরাতেরর বিধায়ক কেনাবেচা করতে সক্রিয় হয়েছেন। মানুষের সামনে যাওয়ার সাহস নেই, তাই সোশ্যাল মিডিয়ায় এসব করছেন।”
Be the first to comment