সীমান্তে ভারত চিন টানাপোড়েনের প্রসঙ্গ টেনে এনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একহাত নিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি বলেন বাংলা থেকে তৃণমূলকে তাড়ানোর যে স্বপ্ন অমিত শাহ দেখছেন, তা নিতান্তই ভিত্তিহীন।
মঙ্গলবার ট্যুইট করে অভিষেক জানান বিজেপির প্রথম ভার্চুয়াল র্যালি সফল করার ব্যর্থ প্রচেষ্টা করছেন অমিত শাহ। এই উদ্যোগ সফল করার জন্য একগুচ্ছ অবান্তর ও ভিত্তিহীন কথা বলে চলেছেন তিনি। বাংলা থেকে তৃণমূলকে তাড়াতে চাইছে বিজেপি। তারা আগে দেশের সীমানা থেকে চিনকে তাড়িয়ে দেখাক।
তৃণমূল বাংলা থেকে কখন যাবে এটা না ভেবে কেন্দ্রের উচিত দেশের সীমান্ত সুরক্ষিত করা বলে কটাক্ষ করেন অভিষেক। বাংলার কথা পরে ভাবলেও চলবে বলে এদিন জানান তৃণমূল সাংসদ। অমিত শাহের কাছে প্রশ্ন রাখেন অভিষেক, কবে দেশ থেকে চিনকে তাড়াতে পারবে কেন্দ্রের মোদী সরকার।
প্রসঙ্গত, ২০২১ সালে এরাজ্যে ক্ষমতা দখলে মরিয়া গেরুয়া শিবির। অমিত শাহের কথাতেও আজ সেই বার্তা স্পষ্ট। দলীয় নেতা-কর্মীদের শাহ বলেন, ‘এরাজ্যে বিরোধী আন্দোলনের জন্য বিজেপি আসেনি। ২০২১ সালে এরাজ্যে পরিবর্তন আনবে বিজেপি।’ বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলেই এরাজ্যে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন অমিত শাহ।
এই প্রসঙ্গে শাহ বলেন, ‘বিজেপির মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে শপথ নেওয়ার এক মিনিটের মধ্যেই এরাজ্যে কেন্দ্রের আযুষ্মান ভারত প্রকল্প চালু হয়ে যাবে।’ তৃণমূলের আমলে এরাজ্যে একাধিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ শাহের। সারদা, নারদ, রোজভ্যালি দুর্নীতি নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূলের কড়া সমালোচনায় সরব হন অমিত শাহ।
Be the first to comment