সব জল্পনার অবসান। কেন্দ্রীয় মন্ত্রীসভায় জায়গা করে নিতে চলেছেন মুকুল রায়। সমস্ত কথাবার্তা রীতিমত পাকা হয়ে গিয়েছে। সূত্রের খবর, সম্ভবত আজ মঙ্গলবারই দিল্লি উড়ে যেতে পারেন একদা তৃণমূলের এই হাইকম্যান্ড। জানা যাচ্ছে, সম্ভবত কয়লা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে তাঁকে। মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন তিনি।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই বাংলা থেকে দুজনকে কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে বলে জোর গুঞ্জন শুরু হয়েছিল। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ২০২১ বিধানসভা নির্বাচন পাখির চোখ বিজেপির। আর সেই কারণে মোদীর মন্ত্রীসভায় বাংলা থেকে দুজনকে নিয়ে এসে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা চলছিলই। আর সেই জল্পনার প্রথমেই মুকুল রায়ের নামটি আসে।
জানা যাচ্ছে, কয়লা মন্ত্রকের দায়িত্বে মুকুলকে নিয়ে আসা হলেও নিয়ম অনুযায়ী সাংসদ হয়ে জিতে আসতে হবে। সামনেই রাজ্য সভার নির্বাচন। সূত্রের খবর, রাজ্যসভায় প্রার্থী করা হতে পারে মুকুল রায়কে। কিন্তু কোন রাজ্য থেকে প্রার্থী করা হবে তা এখনও ঠিক নেই। তবে জানা যাচ্ছে, মুকুল রায়কে মন্ত্রীর পদে বসানো হলেও কোনও একটি রাজ্যসভার আসন থেকে সাংসদ করে আনা হবে।
অন্যদিকে,ফের কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন মুকুল রায়, এই খবর ছড়িয়ে পড়তেই উজ্জীবিত তাঁর অনুগামীরা। নতুন করে সেজে উঠছে মুকুলের খাসতালুক।
Be the first to comment