বাংলায় ২৪ ঘণ্টায় সংক্রামিত ৩৭২, অনেক দিন পরে কমলো নতুন আক্রান্তের সংখ্যা

Spread the love

গত কয়েক দিনের মধ্যে মঙ্গলবার আচমকাই খানিকটা কমলো নতুন করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার সন্ধের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন পজিটিভ রোগী ধরা পড়েছেন ৩৭২ জন। পরপর চার দিন এই সংখ্যা ছিল চারশোর বেশি। আজ যেন একটু স্বস্তি দিচ্ছে ৩৭২ সংখ্যাটি। সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৯৮৫।

তবে এদিন আক্রান্তের সংখ্যা কম কেন, তারও একটা ব্যাখ্যাও দিয়েছেন বিশেষজ্ঞরা। বুলেটিন বলছে, এদিন টেস্ট হয়েছে ৭৮০২টি। যা গত বেশ কয়েক দিনের তুলনায় অনেকটাই কম। একটানা ৯ হাজার জনের বেশি টেস্ট হয়েছে প্রায় সপ্তাহ খানেক সময় ধরে। ফলে রোজই লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। আজ টেস্টের সংখ্যা কম হতেই আক্রান্তও কম ধরা পড়ল ২৪ ঘণ্টায়।

এ দিনের বুলেটিন আরও বলছে, গত ২৪ ঘণ্টায় ১৫৫ জন সুস্থ হয়ে উঠে ছাড়াও পেয়েছেন। ফলে মোট কোভিডজয়ীর সংখ্যা এ রাজ্যে ৩৬২০। সব মিলিয়ে ডিসচার্জ রেট ৪০.২৮ শতাংশ। এই মুহূর্তে করোনা অ্যাকটিভ আছে ৪৯৫০ জনের শরীরে।

এখনও পর্যন্ত সব মিলিয়ে রাজ্যে টেস্ট হয়েছে ২ লক্ষ ৮৭ হাজার ৯০০টি। রাজ্যের মোট জনসংখ্যার নিরিখে প্রতি ১০ লক্ষ মানুষের মধ্যে ৩১৯৯ জনের টেস্ট হয়েছে। সংখ্যাটি মোটের উপর সন্তোষজনক। তবে চিন্তা বাড়াচ্ছে, জেলাগুলি। বুলেটিনে জেলাভিত্তিক বৃদ্ধির সূচকে নজর রাখলেই স্পষ্ট হয়, গত কয়েক দিনে বিভিন্ন রাজ্য থেকে যে পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরছেন, তাঁদের অনেকের মধ্যে উপসর্গ থাকার কারণেই কোভিড পজিটিভের সংখ্যা বেশ বেড়ে গেছে আচমকা।

মঙ্গলবারের বুলেটিন আরও বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ১৩২ জনই কলকাতার। তারপরেই আছে হাওড়া, যেখানে আক্রান্তের সংখ্যা ৩৮। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ২৮ ও ২৬ জন ধরা পড়েছেন নতুন আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যুর পরে রাজ্যে মোট মৃত ৪১৫ জন। এঁদের মধ্যে ২৭৫ জনের দেহে কো-মর্বিডিটি ছিল বলেও ব্যাখ্যা করেছে বুলেটিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*