রাজ্যের কোভিড পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কেমন চলছে চিকিৎসা? করোনার বিধিনিষেধই বা কতটা মানা হচ্ছে বিভিন্ন জায়গায়– সে সব খতিয়ে দেখতে মঙ্গলবার সারাদিন কলকাতা শহরের একাধিক জায়গায় ঘোরে তিন সদস্যের একটি কেন্দ্রীয় টিম। টিমে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব পীষূষ গোয়েল, স্বাস্থ্য মন্ত্রকের উপসচিব জৈল সিং এবং স্বাস্থ্য মন্ত্রকের সিনিয়র রিজিওনাল ডিরেক্টর ডক্টর সত্যজিৎ সেন।
জানা গেছে, সোমবার রাতেই তিন সদস্যের কেন্দ্রীয় টিম এসে পৌঁছয় কলকাতায়। মঙ্গলবার সকালে তাঁরা যান নবান্নে। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও স্বাস্থ্যসচিব-সহ একাধিক সরকারি কর্তার সঙ্গে বৈঠক করেন তাঁরা। খোঁজখবর নেন বাংলার কোভিড পরিস্থিতির। পরিদর্শনও করেন কয়েকটি জায়গায়। সূত্রের খবর, এটা রুটিন পরিদর্শন ছিল। কোনও বিশেষ উদ্দেশে বা কোনও খবর পেয়ে এদিনের পরিদর্শন হয়নি।
সকালে নবান্নে বৈঠকের পরে কেন্দ্রীয় টিমটি প্রথমে যায় রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টারে। সেখানকার অবস্থা ভাল করে ঘুরে দেখেন সদস্যরা। সেখান থেকে তাঁরা পৌঁছন বেকবাগানের কোয়েস্ট মলে। সেখানে সামাজিক দূরত্বের বিধি কতটা মানা হচ্ছে, স্যানিটাইজেশনের ব্যবস্থা রয়েছে কিনা, খতিয়ে দেখেন ওই টিমের সদস্যরা। সাউথ সিটি মলে গিয়েও ভাল করে দেখেন সেখানকার অবস্থা।
এর পরে বাঙ্গুর হাসপাতালেও পৌঁছন তাঁরা। সেখানকার পরিকাঠামোও ভাল করে দেখেন তাঁরা। যান বেলেঘাটা আইডিতেও। সমস্ত জায়গা থেকে সামগ্রিক ভাবে তথ্য সংগ্রহ করেছেন তাঁরা। কোনও জায়গা পরিদর্শন করতে গিয়ে আলাদা কোনও সমস্যা বা অসন্তোষের ব্যাপারও তৈরি হয়নি বলে জানা গেছে। মোটের উপর তাঁরা পরিষেবা ও পরিকাঠামো দেখে সন্তুষ্ট বলেই মনে করা হচ্ছে।
তবে নবান্ন সূত্রের খবর, কেন্দ্রের তরফে এই টিম পাঠানো হয়েছে একাধিক রাজ্যে। কোন কোন রাজ্যে বিশেষ কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তা দেখার জন্যই নিয়মমাফিক ভিজিট করেন তাঁরা। এ রাজ্যে এসে মুখ্যসচিবের সঙ্গে কথা বলেও সে সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন তাঁরা। রাজ্যের সামগ্রিক কোভিড পরিস্থিতি কী, কত জন আক্রান্ত, মৃত্যুর হার কেমন, চিকিৎসা কেমন চলছে, পরযায়ী শ্রমিকদের জন্য কী ব্যবস্থা করা হচ্ছে, কোনও অসুবিধা আছে কিনা– সবটা জানেন।
Be the first to comment