করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে হাওড়া যাচ্ছে কেন্দ্রীয় দল

Spread the love

বুধবার হাওড়া ঘুরে দেখবেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। সেখানে করোনা ভাইরাসের সংক্রমণ কতটা ঠেকানো গিয়েছে সেটা বোঝার চেষ্টা করবেন তাঁরা। রাজ্যের করোনা পরিস্থিতি দেখতে সোমবার রাত দশটা নাগাদ শহরে এসে পৌঁছোয় তিন সদস্যের এই দল। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ তাঁরা নবান্নে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠক করেন। সেখানে বিস্তারিত বিবরণ শুনে, তারপর তাঁরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন।

প্রশাসন সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব পীযূষ গোয়েল, স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিক সত্যজিৎ সেন এবং জৈল সিং এই দলে রয়েছেন। জানা যাচ্ছে, নবান্নে বৈঠকের পর এই টিম বিভিন্ন কোভিড হাসপাতাল, কনটেনমেন্ট জোন, বাফার জোন-সহ একাধিক জায়গায় যেতে পারেন। মূলত, কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগণার একাধিক এলাকায় যাবেন এই দলের সদস্যরা।

মঙ্গলবারই রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টার ও কয়েকটি শপিং মল ঘুরে দেখেছেন তারা। আজ বুধবার হাওড়া যাচ্ছেন। তবে বৃহস্পতিবার কোথায় যাবেন, সেটা এখনও জানা যায়নি।

সূত্রের খবর, করোনা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছে, যা নিয়ে হলফনামা জমা দেওয়ার জন্য কেন্দ্র ও রাজ্যকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রক এই দল পাঠিয়েছে।

জানা গিয়েছে, রাজ্যের পিপিই, মাস্ক-সহ নানান স্বাস্থ্য সরঞ্জাম কেনা নিয়ে কিছু অভিযোগ জমা পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। কেন্দ্রীয় দল সেই সব বিষয়েও খোঁজখবর করছে। বিমানবন্দরে সুরক্ষা বিধি মানা হচ্ছে কি না, তা-ও খতিয়ে দেখেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*