একটি দু’টি নয়। জর্জ ফ্লয়েডের মৃত্যুতে শুরু হওয়া বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন এখন ১৪০ টি মার্কিন ছড়িয়ে পড়েছে। প্রতিদিন পথে নামছেন শয়ে শয়ে বিক্ষুব্ধ। এই উত্তেজনার আবহে মার্কিন সেনেট মঙ্গলবার বায়ুসেনার প্রধান হিসেবে এক কৃষ্ণাঙ্গকে বেছে নেওয়া হল। সেনেটে উপস্থিত ৯৬ সাংসদই জেনারেল চার্লস ব্রাউন জুনিয়রের বাছাইয়ের পক্ষে ভোট দিয়েছেন।
জেনারেল ব্রাউন টুইটারে ঘটনাটি শেয়ার করেছেন। পুরো বিষয়টি বিবৃত করতে করতে আবেগপ্রবণ হয়ে পড়েন ব্রাউন। বলেন. আমি ভেবেছিলাম আমার ভাগ্যও জর্জ ফ্লয়েডের মতোই। আমার অনুমোদন আমাকে আশার আলো দেখিয়েছে। তবে এটা একটা গুরুদ্বায়িত্বও বটে। আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে এই বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়়ে যাব।
চেক জালিয়াতির অভিযোগে দিন কয়েক আগে এক মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েডের উপর নৃশংস অত্যাচার চালায় পুলিশ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গোটা ঘটনায় উত্তাল হয়ে ওঠে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো ব্যাকফুটে চলে যান প্রতিবাদের জেরে। ঐতিহাসিকরা বলছেন, মার্টিন লুথার কিংয়ের হত্যার পর এত বড় বিক্ষোভ দেখেনি আমেরিকা।চার্লস ব্রাউন জুনিয়রের বাছাই এই বিক্ষোভকে সামান্য হলেও প্রশমিত করবে. মনে করছেন ওয়াকিবহাল মহল।
Be the first to comment