নবান্নের ৬৬ জন গাড়ি চালকের রিপোর্ট নেগেটিভ, মিললো স্বস্তি

Spread the love

নবান্নের গাড়ি চালকদের সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় অবশেষে উৎকণ্ঠা কাটল রাজ্যের প্রধান প্রশাসনিক ভবনের কর্মকর্তাদের। প্রায় শতাধিক গাড়ি চালকের সোয়াব পরীক্ষা করা হলে প্রথম পর্যায়ে ৬৬ জনের রিপোর্ট আসে। দেখা যায় প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ। ফলে মিলছে স্বস্তি।

কয়েকদিন আগে নবান্নের দু’জন আমলার গাড়িচালকদের শরীরে সংক্রমণ ধরা পড়ে। তারপ‍র থেকে গোটা নবান্নে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিষয়টিকে নিয়ে উদ্বিগ্ন ছিল মুখ্যমন্ত্রীর সচিবালয়। এরপরে নবান্নের সমস্ত গাড়ি চালককে কোরোনা পরীক্ষার জন‍্য যাবতীয় ব‍্যবস্থা করা হয়। সেই মতো প্রায় ১০০ জনের বেশি গাড়ি চালকের সোয়াব টেস্ট করা হয়। তাঁদের মধ্যে প্রথম পর্যায়ে ৬৬ জনের রিপোর্ট আজ আসার পর দেখা যায় প্রত‍্যেকের রিপোর্ট নেগেটিভ।

প্রসঙ্গত , নবান্নের দুই গাড়ি চালকদের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ার পরে বদল ঘটানো হয় পার্কিংয়ের জায়গার। নবান্নের বেসমেন্টে মুখ্যমন্ত্রীর গাড়ির পাশাপাশি অন‍্য কোনও গাড়ি রাখা যাবে না বলে ইতিমধ্যে দেওয়া হয় নিষেধাজ্ঞা । সেই মতো অন‍্যত্র গাড়ি রাখার ব‍্যবস্থা হয় মন্ত্রী , আমলা ও আধিকারিকদের গাড়ি । এমনকী , গোটা নবান্নকে দুই দিন স‍্যানিটাইজ় করা হয়। আর আজ ৬৬ জনের গাড়ি চালকের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*