মঙ্গলবারের বিজেপির ভার্চুয়াল সভা থেকে অমিত শাহ তীব্র আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মমতার করোনা এক্সপ্রেস মন্তব্যকে হাতিয়ার অমিত শাহ বলেছিলেন, “ওই এক্সপ্রেসই তৃণমূলকে বাংলার এক্সিট গেট দেখাবে! শ্রমিক মজুররা কিচ্ছু ভোলেন না। এর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রী সাফ জানিয়েদিলেন, তিনি করোনা এক্সপ্রেস বলেননি।
বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে কার্যত অমিত শাহের অভিযোগ খণ্ডন করতে চান মমতা। এদিন তিনি বলেন, “আমি কিন্তু কোনও দিনই করোনা এক্সপ্রেস বলিনি। অমি বলেছিলাম পাবলিক বলছে। আপনারা যদি আমার সেদিনের স্টেটমেন্ট বের করেন দেখবেন, আমি বলেছিলাম পাবলিক এটাকে করোনা এক্সপ্রেস বলছে!
মূলত সরকারি কর্মচারীদের দুই শিফটে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই ঘোষণা করতেই এদিনের সাংবাদিক বৈঠক ছিল। কিন্তু শুরু থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ করতে থাকেন মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদী সরকারকে লকডাউন গভর্মেন্ট বলেও কটাক্ষ করেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, লকডাউনের শুরুতে বলল বেসরকারি সংস্থাগুলি যেন কর্মীদের মাইনে দেয়। তারপর মাইনে দিতে বাধ্য নয়, এরকম কিছু একটা বলেছে। এ তো জোচ্চরের বাড়ির ফলার খাওয়া! শ্রমিকদের প্রতারিত করেছে কেন্দ্রীয় সরকার।
Be the first to comment