রাজ্য সরকারি অফিস খুলে গিয়েছে ৮ জুন থেকে। কিন্তু এখনও পর্যাপ্ত বাস চলছে না। বন্ধ ট্রেনও। এর ফলে বাসে শারীরিক দূরত্ব রক্ষা করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতি থেকে সরকারি কর্মীদের রক্ষা করতে এবার দু’টি শিফটে অফিস হবে। এর ফলে একই সঙ্গে অনেক মানুষের অফিসে যাওয়ার চাপ তৈরি হবে না। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, এখন থেকে প্রথম শিফট শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এই শিফট চলে দুপুর আড়াটে পর্যন্ত। পরের সিফট শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। এখন আনলক ওয়ানে এমনিতেই সরকারি কর্মীদের একদিন অন্তর একদিন অফিস যেতে হচ্ছে। এবার কাজের সময়ও কমে গেল। অফিসে থাকতে হবে মাত্র ৫ ঘণ্টা।
এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানিয়ে দেয়, এবার থেকে এই শিফট মেনেই তৈরি করা হবে কর্মীদের রোস্টার। তবে যে সব অফিসাররা অফিসের গাড়িতে যাতায়াত করেন তাঁদের জন্য কোনও শিফট ভাগ থাকবে না। সরকারি অফিসে এমন শিফট ব্যবস্থা চালু করার পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন বেসরকারি সংস্থার কাছেও এমনটা করা যায় কিনা তা বিবেচনা করতে বলেছেন। তিনি আবেদন করেছেন যতটা সম্ভব ওয়ার্ক ফ্রম হোমের উপরে জোর দেওয়া হোক।
Be the first to comment