দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় পাঁচ নম্বরে যাদবপুর, সাতে কলকাতা

Spread the love

পড়ানোর গুণগতমান, গবেষণার মান, জনসাধারণের কাছে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা সহ মোট পাঁচটি মাপকাঠির ভিত্তিতে গত কয়েক বছর ধরেই কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান গুলির তালিকা প্রকাশ করছে। যার নাম ন্যাশনাল ইনস্টিটিউট রাঙ্কিং ফ্রেমওয়ার্ক।

বৃহস্পতিবারই সেই তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। এদিন অনলাইনে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল তা প্রকাশ করেন। তাতেই দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান মধ্যে প্রথম ১৫-তে রয়েছে কলকাতা যাদবপুর এবং আইআইটি খড়গপুর। উল্লেখযোগ্য বিষয়, এ বছর দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় একধাপ করে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় এগিয়ে গিয়ে ১১ ও ১২ নম্বর স্থান দখল করেছে।

আইআইটি খড়গপুর অবশ্য পঞ্চম স্থান দখল করেছে। যদিও দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় পঞ্চম স্থান দখলে রাখতে পারলেও একধাপ নেমে গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় গতবারের নিরিখে। গতবছর কেন্দ্রের বিচারে ৬ নম্বর স্থানে থাকলেও এ বছর ৭ম স্থানে গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

পাশাপাশি সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকাতে এবার উল্লেখযোগ্য ভাবে স্থান করে নিয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। ৮৯তম স্থান পেয়েছে নদিয়ার এই বিশ্ববিদ্যালয়। তবে শুধু বিশ্ববিদ্যালয় নয়, দেশের সেরা কলেজের তালিকাতে সপ্তম স্থান যুগ্মভাবে দখল করেছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ এবং হাওড়ার রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। প্রসঙ্গত এ বছর কেন্দ্রীয় তালিকায় স্থান করেছে এ রাজ্যের সরকারি কলেজও। প্রথম ১০০-তে রাজ্যের মধ্যে থেকে প্রথম সরকারি কলেজ হিসেবে বেথুন ও লেডি ব্রেবোর্ন কলেজ জায়গা করে নিয়েছে।

তবে শুধু বিশ্ববিদ্যালয় নয়, দেশের সেরা কলেজের তালিকাতে সপ্তম স্থান যুগ্মভাবে দখল করেছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ এবং হাওড়ার রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। প্রসঙ্গত এ বছর কেন্দ্রীয় তালিকায় স্থান করেছে এ রাজ্যের সরকারি কলেজও। প্রথম ১০০-তে রাজ্যের মধ্যে থেকে প্রথম সরকারি কলেজ হিসেবে বেথুন ও লেডি ব্রেবোর্ন কলেজ জায়গা করে নিয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত হওয়া কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তালিকাতে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রথম ৯টি কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান। একমাত্র রাজ্য বিশ্ববিদ্যালয় যারা প্রথমে ১২-তে দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*