দেশে ক্রমশ জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণের সংখ্যা ৷ প্রতিদিনই সংক্রমণের নিরিখে সর্বোচ্চ পরিসংখ্যান ৷ গত ২৪ ঘণ্টায় দেশে কোরোনায় সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৯৯৬ জন। এই নিয়ে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২ লাখ ৮৬ হাজার ৫৭৯ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে , গতকাল একদিনে আক্রান্ত হয়েছিলেন ৯৯৮৫ জন।
মঙ্গলবারের নিরিখে গতকাল মৃত্যুর সংখ্যা কমলেও আজ আবার বাড়ল মৃত্যুর সংখ্যা । গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫৭ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ২৭৯। কোরোনার মারণ থাবায় এই পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ১০২ জনের।
দেশে বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৮৪৮। সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৪১ হাজার ২৯ জন। ICMR-এর তথ্য অনুযায়ী, আজ সকাল টা পর্যন্ত মোট ৫২ লাখ ১৩ হাজার ১৪০ গুলি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৫১ হাজার ৮০৮ গুলি স্যাম্পেল টেস্টের জন্য পাঠানো হয়েছে।
দেশে সবথেকে বেশি কোরোনায় আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। সংখ্যাটা ৯৪ হাজার ৪১ জন। গত সোমবারই কোরোনা আক্রান্তের নিরিখে চিনকে পিছনে ফেলে দিয়েছিল মহারাষ্ট্র। এরপর গতকাল কোরোনা আক্রান্তের নিরিখে মুম্বই ছাপিয়ে গেছিল উহানকে।
Be the first to comment