অপেক্ষার অবসান, পূর্বাভাস মতোই শুক্রবার বঙ্গে এল বর্ষা

Spread the love

পূর্বাভাস মতোই ১২ জুন, শুক্রবার রাজ্যে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গেও‌। একই সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ শুক্রবার ৷ সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে শহরে ৷ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে ৷ উত্তরবঙ্গেও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই শুক্রবার বর্ষা অর্থাৎ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সিকিমেরও সমস্ত এলাকায় প্রবেশ করেছে। আবহাওয়া দফতরের সূচি অনুযায়ী কলকাতায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করার পূর্ব নির্ধারিত দিনক্ষণ ছিল ১১ জুন। একদিন পর ১২ জুন বর্ষা প্রবেশ করলো কলকাতায়। একইসঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় মৌসুমী বায়ু ঢুকে পড়েছে। এ বছর কিছুটা পরে বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*