বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, বেসরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

আনলক 1.0। রাজ্য তথা পুরো দেশে ধীরে ধীরে সমস্ত পরিষেবা সচল হতে শুরু করেছে। কিন্তু কোরোনা সংক্রমণ ক্রমবর্ধমান। সরকারি ও বেসরকারি অফিসগুলি খোলার পর সামাজিক দূরত্ব কোথাও যেন শিকেয় উঠেছে। বাসে ভিড় দেখলে আঁতকে উঠতে হয়। এই পরিস্থিতিতে ফের বাংলার মানুষজনকে সচেতন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আরও মজবুত ও ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন তিনি।

উল্লেখ্য, অফিস-কাছারি খুলে যাওয়ার পর রাজ্যের জেলায় নানা বিশৃঙ্খল পরিস্থিতি নজরে এসেছে। বিশেষ করে যথাসময়ে অফিস পৌঁছাতে গিয়ে এক অন্যের ঘাড়ে চেপে বাসে উঠছেন। সামাজিক দূরত্বের চিহ্নটুকুও নেই। আর এই পরিস্থিতিতে সরকারি অফিসগুলিতে শিফটিং ডিউটি শুরু হয়েছে। বাসের সংখ্যা বাড়ানো হয়েছে। কিন্তু তাও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বলে অভিযোগ। ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যে যা কোথাও চিন্তার বিষয় উঠছে।

শুক্রবার রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি টুইট করেন মুখ্যমন্ত্রী। টুইট বার্তায় মমতা বলেন, সবাইকে আমার আবেদন, বাসে ভিড় এড়িয়ে চলুন। বেসরকারি ক্ষেত্রের কর্মীদের আমার অনুরোধ, যতটা সম্ভব বাড়িতে থেকেই কাজ করার চেষ্টা করুন। পাশাপাশি যাঁরা অফিসে আসছেন, তাঁদের রিপোর্টিং টাইমের ক্ষেত্রে যে কঠোর বিধি-নিষেধ রয়েছে, তা একটু শিথিল করার ব্যবস্থা করা হোক।

একইসঙ্গে একটি বিষয় আমরা নিশ্চিত করেছি। সরকারি দপ্তর বা অফিসগুলিতে কেউ দেরিতে এলে তাঁকে লেটমার্ক করা হবে না।”

কোরোনা সংক্রমণ ও বিধ্বংসী আমফান বাংলার পাঁজর ভেঙে দিয়ে গেছে। এই পরিস্থিতিতে মানুষজনকে ঐক্যবদ্ধ হয়ে ওঠার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কোরোনা ও আমফানের মোকাবিলায় যেভাবে আমরা লড়াই করছি, তা বাংলার সংস্কৃতি ও অদম্য চেতনাকে দর্শায়। এই পরিস্থিতি থেকে বাংলা আরও মজবুত ও ঐক্যবদ্ধ হয়ে উঠবে।”

এই পরিস্থিতিতে জীবন বাজি ধরে দিন-রাত কাজ করে যাচ্ছেন ত্রাণকর্মী, পুলিশ থেকে শুরু করে চিকিৎসকরা। আমফান পরিস্থিতির মোকাবিলায় কাজ করতে গিয়ে বেশ কয়েকজন NDRF কর্মী কোরোনা আক্রান্তও হয়েছেন। আজকের টুইট বার্তায় ফের এই সকল মানুষজনকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

টুইট বার্তায় মমতা বলেন, “পশ্চিমবঙ্গ সরকারের তরফে আমি সমস্ত ত্রাণকর্মী, পুলিশ, চিকিৎসা পরিষেবার সঙ্গে মানুষজন ও নানা সামাজিক সংগঠনকে ধন্যবাদ জানাতে চাই। এরা সংকট মোকাবিলায় সর্বাগ্রে রয়েছেন। তবে আমাদের সতর্ক থাকতে হবে। দয়া করে সামাজিক দূরত্বের বিধি মেনে চলুন। শরীরের যত্ন নিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*