লোহার হুক দিয়ে টেনে হিঁচড়ে মৃতদেহ ভ্যানে তোলার একটি ভিডিও গত দু’দিন ধরে ভাইরাল হয়ে গিয়েছে। রাজ্যপাল জগদীপ ধনকড় ব্যাপারটা এখানেই ছেড়ে দিতে রাজি নন। কলকাতা পুরসভার কমিশনার ও চেয়ার পার্সনের থেকে এ বিষয়ে ব্যাখ্যা চাইলেন তিনি।
শুক্রবার সকালে তিনি টুইট করে বলেন, “ওই মৃতদেহগুলি কোভিড আক্রান্তদের কিনা সেটা আসল প্রশ্ন নয়। সেটা তো প্রমাণ সাপেক্ষ। আসল বিষয় হল, মৃতদেহ কি ওভাবে টেনে নিয়ে যাওয়া যায়! পশুদের সঙ্গেও ওরকম কেউ করে না।” তাঁর কথায়, এই ঘটনাকে খাটো করে দেখাতে যাঁরা নানান কথা বলছেন, তাঁদের জিজ্ঞেস করছি, ভেবে দেখুন তো ওঁরা কেউ যদি আপনার কাছে কেউ হত? নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন।
তবে জানিয়ে রাখা ভালো রোজদিন.ইন ওই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেনি। তবে রাজ্যপাল জানিয়েছেন, ভিডিও এ রাজ্যেরই। তিনি এও জানিয়েছে, স্বরাষ্ট্র দফতর কার্যত স্বীকার করে নিয়েছে যে গাফিলতি হয়েছে। কিন্তু খোদ রাজ্যপাল অভিযোগ করেছেন, এই ঘটনা যাঁরা সামনে এনেছেন তাঁদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে।
রাজ্যপাল জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিষয়টি বিস্তারিত জানতে চাইবো এবং চূড়ান্ত পর্বে বিষয়টি নিয়ে যাব। এসব আর বরদাস্ত করা হবে না। পাশাপাশি রাজ্যপাল এও বলেছেন, মানবাধিকার কর্মী এবং সংবাদমাধ্যমের এই একটি ক্ষেত্রে অন্তত সক্রিয় হয়ে মানুষের কাছে তথ্য তুলে ধরার সময় এসেছে। সংবিধানের ২১ নম্বর ধারায় নাগরিকের অর্জিত মানবিক অধিকার হরণ এবং দমনমূলক পদক্ষেপও চলতে দেওয়া যায়না।
Be the first to comment