করোনা আবহে চিকিৎসকদের বেতন গণ্ডগোল নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

Spread the love

চিকিৎসকদের জন্য বেতন নেই, নেই তাঁদের জন্য প্রকৃত সুরক্ষা ব্যবস্থা-এই অবস্থার তীব্র ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট ৷ কোভিড ১৯-র বিরুদ্ধে যুদ্ধে চিকিৎসকদের ওপর অন্যায্য ব্যবহার নিয়ে রেগে সর্বোচ্চ আদালত ৷ শুক্রবার নিজেদের বক্তব্যে সুপ্রিম কোর্ট বলেছে, ‘যুদ্ধের সময় সেনাদের অখুশি রাখতে পারেন না, একটু বেশি উদ্যেগী হন , একটু বেশি সামর্থ্য ব্যয় করুন, ওঁদের মনোমালিন্য দূর করে করুন ৷ ’

স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের বকেয়া বেতন নিয়ে কোনও গণ্ডগোল হলে তাতে সরকার নিজের থেকে ঢুকে সেই সমস্যা মেটাক এমনটাই বক্তব্য সুপ্রিম কোর্টের ৷ এক চিকিৎসকের দায়ের করা পিটিশনের শুনানিতে এই মত তুলে ধরেছে সুপ্রিমকোর্ট ৷ এই পিটিশন যিনি দায়ের করেছিলেন তিনি জানিয়েছিলেন একাধিক জায়গায় চিকিৎসকরা বেতন নিয়ে বঞ্চনার শিকার হচ্ছেন ৷ কারণ কোথাও বেতন দেরিতে দেওয়া হচ্ছে, কোথাও বেতন কম দেওয়া হচ্ছে ৷

পাশাপাশি চিকিৎসকদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন এই মুহূর্তে বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে কেন্দ্রের এসওপি ৷ এই বিষয়টিও পিটিশনে তুলে ধরা হয়েছিল ৷ বিচারপতি অশোক ভূষণ, এসকে কউল ও এম আর শাহের বেঞ্চ এই পিটিশনের শুনানিতে বলেন , যুদ্ধে সেনাকে কখনই অখুশি রাখা যায় না ৷ তাঁদের জন্য একটু বেশি করে নিজেদের সীমাকে বাড়িয়ে তুলতে হবে যাতে তাঁদের কোনও অভিযোগ না থাকে ৷ তাঁরা আরও বলেছেন , করোনার বিরুদ্ধে যাঁরা যুদ্ধ করছেন সেই সেনাদের কী করে তাঁদের অখুশি রাখেন ৷ ’

সলিসিটর জেনারেল তুষার মেহতা কেন্দ্রের পক্ষ থেকে জানিয়েছেন আরও প্রস্তাব আসছে যেখানে চিকিৎসকদের ভালো করে রাখার ব্যবস্থা নেওয়া হবে ৷ বেঞ্চ জানিয়েছে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যেখানে চিকিৎসকদের বেতন নিয়ে গণ্ডগোল হচ্ছে ৷ তাঁরা বলেছেন, ‘আমরা খবর পাচ্ছি চিকিৎসকরা ধর্মঘটের রাস্তায় হাঁটছেন, দিল্লিতে অনেক চিকিৎসককে গত তিন মাস বেতন দেওয়া হয়নি ৷ এই বিষয়গুলি সঠিকভাবে দেখতে হবে ৷ এতে কোর্টের হস্তক্ষেপ প্রয়োজন হওয়া উচিত নয় ৷ ’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*