করোনায় আক্রান্ত মহারাষ্ট্রের মন্ত্রী ধনঞ্জয় মুণ্ডে। তাঁর ব্যক্তিগত সহকারি ও দপ্তরের আরও এক কর্মীও আক্রান্ত হয়েছেন। এই নিয়ে মহারাষ্ট্রে তৃতীয় কোনও মন্ত্রী কোরোনায় আক্রান্ত হলেন।
জানা গেছে, মঙ্গলবার তিনি মন্ত্রীসভার বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁর সংস্পর্শে আসা সকলকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে। তাঁদেরও কোরোনা পরীক্ষা হবে বলে জানা গেছে।
মহারাষ্ট্রের পারলি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ধনঞ্জয় মুণ্ডে সামাজিক ন্যায় বিভাগের মন্ত্রী। কোরোনা পরিস্থিতিতেও কাজ চালিয়েছেন তিনি। মঙ্গলবারই মন্ত্রীসভার বৈঠক করেন। বুধবার অসুস্থ বোধ করায় কোরোনা পরীক্ষা হয় তাঁর। আজ সকালে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এর আগে মহারাষ্ট্র বিধানসভার মন্ত্রী জিতেন্দ্র আওয়াধ ও অশোক চহ্বানও কোরোনায় আক্রান্ত হন। যদিও আপাতত এই দু’জন কোরোনামুক্ত।
দেশের সবচেয়ে বেশি কোরোনা আক্রান্ত মহারাষ্ট্রে। এখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৯০ জন। যা একদিনে আক্রান্তের নিরিখে এখনওপর্যন্ত সর্বোচ্চ। মৃত্যু হয়েছে ১৫২ জনের। প্রতিদিনই সংক্রমণ বাড়ছে মুম্বইয়ে। গত ২৪ ঘণ্টায় এখানে কোরোনা সংক্রমিত হয়েছে ১৫৪০ জন। এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে আক্রান্ত ১৯৮৪ জন। এখানেও বাড়ছে সংক্রমণ।
Be the first to comment