শুক্রবার দেশে সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষ পেরিয়ে গিয়েছে ৷ বর্তমানে দেশজুড়ে আনলক ১ চলছে ৷ খুলেছে শপিং মল, অফিস ও হোটেল-রেস্তোরাঁ ৷ কিন্তু সংক্রমণ যেন হু হু করে বেড়েই চলেছে ৷ করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকার জন্য ধার্মিক স্থান, হোটেল, মল ও অফিসের জন্য সরকারের তরফে নতুন গাইডলাইন জারি করা হয়েছে ৷
ধার্মিক স্থান, হোটেল, মল ও অফিসের জন্য গাইডলাইন-
১) ফেস মাস্ক পরা বা মুখ কাপড় দিয়ে ঢেকে রাকা বাধ্যতামূলক ৷
২) সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷
৩) থুতু ফেলা যাবে না ৷
৪) সময় সময়ে হাত স্যানিটাইজ করতে হবে ৷
৫) পাবলিক প্লেসে যাওয়ার সময় লাইনে ৬ ফিট দূরত্ব বজায় রাখতে হবে ৷
৬) আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করুন ৷
৭) ভিড় জায়গা বা বড় সভায় যাওয়া এড়িয়ে চলুন ৷
৮) ৬৫ বছরের বেশি বয়সের সকলকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷
৯) ১০ বছরের কম বাচ্চাদেরও বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷
১০) গর্ভবতী মহিলাদেরও বাড়িতে থাকতে বলা হয়েছে ৷
১১) প্রেসার ও সুগার রয়েছে যাদের তাদের সতর্ক ও সাবধান থাকতে বলা হয়েছে ৷
১২) যে কোনও জায়গায় প্রবেশ করার সময় হাত স্যানিটাইজ করুন ও থার্মাল স্ক্যানিং করান ৷
১৩) ধার্মিক স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে বসতে হবে ৷ পাশাপাশি মূর্তি, দেব প্রতিমা বা বই ছোঁয়ার অনুমতি নেই ৷
১৪) সরকারি কর্মীদের জানাতে হবে তাদের বাড়ি কন্টেইনমেন্ট জোনে কিনা এবং তা হলে বাড়ি থেকে কাজ করতে হবে৷
১৫) অফিসে ভিডিও কনফারেন্সের মধ্যে বৈঠক করতে হবে ৷
১৬) লিফ্টে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি উঠতে পারবেন ৷
১৭) সময় সময়ে হাত স্যানিটাইজ করতে হবে ৷
১৮) মল, ফুডকোর্ট ও রেস্তোরাঁয়ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷
১৯) মলে নিয়ম পালনের জন্য অতিরিক্ত কর্মীদের ডিউটিতে রাখতে হবে ম্যানেজমেন্টকে।
২০) রেস্তোরায়ঁ সামাজিক দূরত্ব বজায় রেখে বসতে হবে ৷ অর্ডার অ্যাপের মাধ্যমে দিতে হবে ৷ এছাড়া কনট্যাক্টলেস পেমেন্ট করার পরামর্শ দেওয়া হয়েছে৷
Be the first to comment