দর্শন বিভাগের অধ্যাপিকা সহ ৩ আধিকারিককে বরখাস্ত করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। দর্শন বিভাগের অধ্যাপিকা সবুজকলি সেন, রবীন্দ্র ভবনের যুগ্ম কর্মসচিব সৌগত চট্টোপাধ্যায় ও উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক সমিত রায়কে বরখাস্ত করা হয়। ১০ জুন এই সংক্রান্ত বিষয়ে কর্মসমিতির বৈঠকে আলোচনা হয়। এরপরই তিন আধিকারিককে বরখাস্ত করা হয়েছে।
বিশ্বভারতীর দর্শন বিভাগের অধ্যাপিকা সবুজকলি সেন ৷ দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বহু দায়িত্ব সামলেছেন তিনি। দীর্ঘদিন ধরে বিনয় ভবনের অধিকর্তাও ছিলেন। এমনকী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী আসার আগে ভারপ্রাপ্ত উপাচার্যও ছিলেন তিনি। কিন্তু বিশ্বভারতীর নিয়ম অনুযায়ী কর্মসমিতির সদস্য না হলে উপাচার্যের দায়িত্ব নেওয়া যায় না। আর সেইসময়ই সদ্য অধিকর্তা পদের মেয়াদ শেষ হয়।
এদিকে সেইসময় কর্মসমিতির সদস্য ছিলেন না সবুজকলি সেন ৷ অভিযোগ, তা সত্ত্বেও কর্মসমিতির বৈঠক ডেকে মেয়াদ বৃদ্ধি করে উপাচার্য দায়িত্ব সামলেছিলেন সবুজকলি সেন। যদিও কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সেইসময় তাঁকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে দায়িত্ব নিতে বলেন। কর্মসমিতির বৈঠকে অধিকর্তার মেয়াদ বৃদ্ধি করার অভিযোগেই সবুজকলি সেনকে বরখাস্ত করা হয়। ওই বৈঠকে থেকে স্বাক্ষর করেছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত কর্মসচিব সৌগত চট্টোপাধ্যায়। তিনি বর্তমানে রবীন্দ্রভবনের যুগ্ম কর্মসচিব পদে ছিলেন । তাঁকেও এদিন বরখাস্ত করা হয় ৷
একইভাবে তৎকালীন ফিনান্স অফিসার সমিত রায়কেও বরখাস্ত করা হয়। বর্তমানে তিনি বিশ্বভারতীর উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ছিলেন।
১০ জুন বিশ্বভারতীতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠকে এই তিন আধিকারিককে নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠকে এই তিন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কথা জানানো হয় ৷ সেইমতো তিন আধিকারিককে বরখাস্ত করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। যদিও এই প্রসঙ্গে কেউ কোনও মন্তব্য করতে চাননি।
Be the first to comment