ফের বাড়লো পেট্রোল-ডিজ়েলের দাম ৷ শনিবার পেট্রোলের দাম বাড়লো প্রতি লিটারে ৫৯ পয়সা ৷ ডিজেলের দাম বাড়লো প্রতি লিটারে ৫৮ পয়সা ৷ এখন থেকে প্রতি লিটার পেট্রোলের দাম হল ৭৫.১৬ টাকা ৷ আর ডিজেলের ৭৩.৩৯ টাকা ৷
গত ৬ জুন থেকে দাম বাড়ে পেট্রোল-ডিজেলের ৷ এই নিয়ে গত ৭ দিন ধরে বাড়ল দাম ৷ আজ সকাল ১০ টা থেকে দিল্লিতে কার্যকর হয় এই দাম ৷ গত ৬ জুন পেট্রোলের দাম ছিল ৭১.২৬ টাকা। ৭ জুন বেড়ে দাঁড়ায় ৭১.৮৬ টাকা। ৮ জুন ৭২.৪৬ টাকা। ৯ জুন ৭৩ টাকা। ১০ জুন ৭৩.৪০ টাকা। ১১ জুন হয় ৭৪.৫৭ টাকা ৷ আজ ৫৯ পয়সা বেড়ে পেট্রোলের দাম হল ৭৫.১৬ টাকা ৷
অন্যদিকে, মধ্যপ্রদেশ সরকার পেট্রল ও ডিজেলের দাম আরও বাড়ালো ৷ সেখানে পেট্রোল ও ডিজেলের দামের সঙ্গে কার্যকর হয়েছে কোরোনা ট্যাক্স ৷ মধ্যপ্রদেশে পেট্রোলের দাম প্রতি লিটারে ৮২.৬৪ টাকা ৷ প্রতি লিটার ডিজেলের দাম ৭৩.১৪ টাকা ৷
অন্যদিকে , আন্তর্জাতিক বাজারে তেলের দাম পড়েছে ২ শতাংশেরও বেশি। দেশে কোরোনা সংক্রমণের জেরে চলছে লকডাউন ৷ কোরোনার জেরে তেলের চাহিদা কমায় দাম পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷
Be the first to comment