বয়স ১০০, বসন্ত রাইজির প্রয়াণে শোকপ্রকাশ সচিনের

Spread the love

জীবনের সেঞ্চুরি পার করার পর প্রয়াত বসন্ত রাইজি ৷ শনিবার প্রয়াত হলেন দেশের এই প্রবীণতম প্রথম শ্রেণীর ক্রিকেটার ৷ মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১০০ বছর ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ক্রিকেট জগতে ৷ টুইটে শোক জ্ঞাপন করেছেন সচিন তেন্ডুলকর। শোকপ্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও ৷

জানা গিয়েছে, রাত ২.২০ নাগাদ ঘুমের মধ্যেই মারা যান বসন্ত রাইজি ৷ বার্ধক্যজনিত কারণেই দক্ষিণ মুম্বইয়ের ওয়াকেশ্বরে নিজের বাসভবনে মৃত্যু হয়েছে তাঁর ৷ সংবাদ সংস্থাকে এই খবর জানিয়েছেন তাঁর জামাই সুদর্শন নানাবতী ৷

১৯৩৯ সালে ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া টিমের হয়ে অভিষেক হয় ডানহাতি ব্যাটসম্যান বসন্ত রাইজির ৷ ১৯৪০ সাল থেকে মুম্বই (তৎকালীন বম্বে) ও বরোদার হয়ে ৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেন ৷ তাঁর মোট রান সংখ্যা ২৭৭ ৷ তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ৬৮ ৷ ১৯৪১ সালে বিজয় মার্চেন্টের নেতৃত্বে মুম্বই দলের হয়ে অভিষেক হয় তাঁর ৷ রাইজি পেশায় ছিলেন চাটার্ড অ্যাকাউন্টটেন্ট ৷ এছাড়াও ক্রিকেট ঐতিহাসিক হিসেবে পরিচিতি ছিল তাঁর ৷ ক্রিকেট নিয়ে বেশ কিছু বই লিখেছেন রাইজি ৷

দেশের এই প্রবীণতম ক্রিকেটার গত ২৬ জানুয়ারি শতবর্ষে পা রাখেন ৷ সেই উপলক্ষ্যে বসন্ত রাইজির মুম্বইয়ের বাসভবনে গেছিলেন সচিন তেন্ডুলকর ও অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*