শনিবার রাত থেকে মর্টার শেল হামলা চালাচ্ছে পাকিস্তান। রবিবার সকালে ভারতকে লক্ষ্য করে ফের মর্টার ছুঁড়েছে পাক সেনা। শক্তহাতে জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার নিয়ন্ত্রণরেখার কাছে রামপুর সেক্টরে মর্টার হামলা চালাচ্ছে পাকিস্তান সেনা।
শেষ তিনদিনে উত্তর কাশ্মীরে এই নিয়ে তিনবার এবং রামপুর সেক্টরে দ্বিতীয়বার সংঘর্ষবিরতি করেছে পাকিস্তান সেনা। প্রতিরক্ষা মুখপাত্র রাজেশ কালিয়া জানিয়েছেন, “১৪ তারিখ সকাল থেকে বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখার কাছে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, চালানো হয়েছে গুলি।
শনিবার কমলকোট সেক্টরের উড়ি অঞ্চলে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। ৪৮ বছরের একজন মহিলা শুক্রবার রামপুর সেক্টরে মর্টার হামলায় প্রাণ হারিয়েছেন। শনিবার শুরু হওয়া মর্টার হামলায় এবং পাক গোলা বৃষ্টি ও মর্টার হামলায় এক তরুণ ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর রয়েছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর কোনও প্ররোচনা ছাড়াই উস্কানিমূলক কাজ করে চলেছে পাকিস্তান।
পুঞ্চ জেলার কিরনী সেক্টরের শাহপুরের কাছে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালায় পাকিস্তান। এতে এক জওয়ান শহিদ হয়েছেন ও অন্যদুজন দু’জন গুরুতর আহত হয়েছেন। সীমান্তের ওপার থেকে সেনা ছাউনি লক্ষ্য করে অবিরাম গুলি বর্ষণ করা শুরু করে পাকিস্তান। যদিও এর পালটা উপযুক্ত জবাব দেয় ভারতীয় সেনা। ভারতের পালটা জবাবে পাকিস্তানি বেশ কয়েকটি পোস্ট ভেঙে পড়েছে বলে সূত্র মারফত খবর রয়েছে।
দিন কয়েক আগেই অধিকৃত কাশ্মীরে লাইন অফ কন্ট্রোলের ওপারে থাকা একাধিক পোস্ট উড়িয়ে দিয়েছে ভারত। কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি সেক্টরে এদিন ভারতীয় সেনা পোস্ট লক্ষ্য করে গুলি চালাতে থাকে পাকিস্তান। তাই, এইভাবে জবাব দিয়েছে ভারত।
Be the first to comment