দেশের করোনা পরিস্থিতি নিয়ে মন্ত্রী ও আমলাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

Spread the love

ভারতে এই মুহূর্তে করোনা পরিস্থিতি ঠিক কোন জায়গায় আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য শনিবার দেশের একাধিক মন্ত্রী ও আমলাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। কেন্দ্রের তরফে একটি বিবৃতি জারি করে এই বিষয়ে বলা হয়েছে। এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ভারতে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। শনিবার ১১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গিয়েছে। এই মুহূর্তে বিশ্বে কোভিড তালিকায় চার নম্বরে রয়েছে ভারত। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই বৈঠকে নীতি অযোগের সদস্য তথা কেন্দ্রের একটি এমপাওয়ার্ড গ্রুপের চেয়ারম্যান বিনোদ পল এই সংক্রান্ত একটি বিস্তারিত প্রেজেন্টেশন সবার সামনে রাখেন। বর্তমান অবস্থা ও আগামী দিনে কী হতে পারে সেই সংক্রান্ত তথ্য সেখানে ছিল।

জানা গিয়েছে, এই সব তথ্য নথিভুক্ত করেন প্রধানমন্ত্রী। বড় শহর ও যে রাজ্যগুলিতে আক্রান্তের সংখ্যা বেশি সেখানে হাসপাতাল ও চিকিৎসার ক্ষেত্রে আর কী বদল আনা যেতে পারে সে সংক্রান্ত আলোচনাও হয়। প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে নির্দেশ দিয়েছেন, প্রস্তাব অনুযায়ী ব্যবস্থা নিতে। বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে। তাই তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই বৈঠকে আলাদা করে দিল্লির পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*